ফিলিপাইনে চাল আমদানি বৃদ্ধির পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

ফিলিপাইনে চাল আমদানি বৃদ্ধির পূর্বাভাস মিলেছে। মহামারীর প্রভাব কাটিয়ে অর্থনীতিতে গতির সঞ্চার হওয়ায় দেশটিতে চালের চাহিদা বাড়ছে। ফলে স্থানীয় সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি বাড়াচ্ছে ফিলিপাইন। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেইন এগ্রিকালচারাল সার্ভিস (এফএস) তথ্য জানিয়েছে।

ইউএসডিএ বলছে, চলতি বছরের জুলাইয়ে ফিলিপাইনে ২০২১-২২ বিপণন মৌসুমে শুরু হয়েছে। মৌসুম শেষে দেশটির চাল আমদানি এক লাখ টন বেড়ে ২২ লাখ টনে উন্নীত হতে পারে। আগের পূর্বাভাসে ২১ লাখ টন চাল আমদানির পূর্বাভাস দেয়া হয়েছিল।

অর্থনৈতিক পরিস্থিতি ভালো হতে থাকায় আমদানিতে এমন ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। এছাড়া চলতি বছরের জুলাই এবং আগস্টে স্বাস্থ্য সুরক্ষাজনিত আমদানি ছাড়পত্র দেয়ার পরিমাণ বেড়েছে। ব্যুরো অব প্লান্ট ইন্ডাস্ট্রি দুই মাসে ৮৮৫টি ছাড়পত্র দেয়। এসব ছাড়পত্রের অধীনে লাখ ৪২ হাজার ৮১১ টন চাল আমদানি করা হবে।

 গত বছরের একই সময়ে ৩৭৯টি ছাড়পত্র দেয়া হয়েছিল। এর অধীনে আমদানি করা হয়েছিল লাখ ৭৩ হাজার ৬৪৩ টন চাল। এদিকে আমদানি বৃদ্ধি পাওয়ায় ফিলিপাইনে চালের দাম কমতে শুরু করেছে। এক্ষেত্রে চালের উৎপাদন ব্যয় হ্রাসও ভূমিকা পালন করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন