সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দল ঘোষণা, আছেন এলিটা কিংসলি

ক্রীড়া ডেস্ক

সার্কভূক্ত দক্ষিণ এশীয় দেশগুলোর অংশগ্রহণে সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয় বংশোদ্ভুত ফুটবলার এলিটা কিংসলি।

আজ বুধবার বাংলাদেশ দল ঘোষণা করেন সম্প্রতি দায়িত্ব পাওয়া কোচ অস্কার ব্রুজেন। জাতীয় দলে সুযোগ পাওয়া খেলোয়াড়দের মধ্যে বসুন্ধরা কিংসের ১০ জন এবং আবাহনী লিমিটেডের আছেন ৫ জন করে ফুটবলার। প্রাথমিক দলে ডাক পাওয়া ২৬ জনের মধ্যে চুড়ান্ত দলে সুযোগ পাবেন ২৩ জন।

কারা আছেন দলে :

ফরোয়ার্ড : মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা, মোহাম্মাদ ইব্রাহিম, জুয়েল রানা ও এলিটা কিংসলি।

মিডফিল্ডার : বিপুল আহমেদ, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও আতিকুর রহমান ফাহাদ।

ডিফেন্ডার : তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান, তারিক রায়হান, রেজাউল করিম, টুটুল হোসেন বাদশা ও মোহাম্মদ আতিকুজ্জামান।

গোলকিপার : আনিসুর রহমান, আশরাফুল ইসলাম ও শহীদুল আলম।

অক্টোবরের ১-১৬ তারিখ মালদ্বীপে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়ানশিপের প্রথম দিনেই শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৪ অক্টোবর ভারত, ৭ অক্টোবর মালদ্বীপ এবং ১৩ অক্টোবর নেপালে বিপক্ষে মাঠে নামবে ব্রুজেনের শিষ্যরা। রাউন্ড রবিন লিগ পদ্ধতি অনুসারে শীর্ষ পয়েন্টধারী দুদলের ফাইনাল হবে ১৬ অক্টোবর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন