৪৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ইবনে সিনার ২৫ শতাংশ মুনাফা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি মোট ৪৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এদিকে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা আগের বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৬৬ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ১২ টাকা ৫৬ পয়সা। সে হিসাবে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে টাকা ১০ পয়সা বা প্রায় ২৫ শতাংশ। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৮ টাকা ৬৯ পয়সা, যা আগের হিসাব বছরে হয়েছিল ৫৬ টাকা ৮৮ পয়সা। ঘোষণাকৃত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ অক্টোবর।

সমাপ্ত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের মুনাফা বেড়েছে প্রায় ২০ শতাংশ। সমাপ্ত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে টাকা ৭৯ পয়সা, যা আগের হিসাব বছরে একই সময় ছিল টাকা ৩৩ পয়সা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৪৬ পয়সা বা ১৯ দশমিক ৭৪ শতাংশ। একই সময়ে কোম্পানিটির ইপিএস এককভাবে হয়েছে টাকা ৭৯ পয়সা, যা আগের হিসাব বছরে একই সময় ছিল টাকা ৩৩ পয়সা।

সমাপ্ত হিসাব বছরের নয় মাসে (জুলাই ২০-মার্চ ২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১০ টাকা ৯২ পয়সা, যা আগের হিসাব বছরে একই সময় ছিল টাকা ৬৩ পয়সা। সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে টাকা ২৯ পয়সা বা ১৩ দশমিক ৩৯ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস এককভাবে হয়েছে ১১ টাকা ১৭ পয়সা, যা আগের বছর একই সময় ছিল টাকা ৬৩ পয়সা। ৩১ মার্চ ২০২১ শেষে ইবনে সিনার শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা পয়সা। আর এককভাবে দাঁড়িয়েছে ৬৪ টাকা ৩৮ পয়সা।

ডিএসইতে গতকাল ইবনে সিনা শেয়ারের সর্বশেষ দর ছিল ২৮৮ টাকা ২০ পয়সা। সমাপনী দরও ছিল ২৮৮ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২২০ টাকা ৩০৬ টাকা ৯০ পয়সা।

১৯৮৯ সালে তালিকাভুক্ত ইবনে সিনার অনুমোদিত মুলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৪৬ কোটি ৪৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭। এর মধ্যে ৪৪ দশমিক ৫১ শতাংশ কোম্পানির উদ্যোক্তা-পরিচালক, ২৪ দশমিক শূন্য শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাকি ৩১ দশমিক ৪১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন