না ফেরার দেশে জালাল আহমেদ চৌধুরী

ক্রীড়া ডেস্ক

ক্রিকেট কোচ ক্রীড়ালেখক জালাল আহমেদ চৌধুরী মারা গেছেন আজ মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি

চিকিৎসকরা জানান, গত সেপ্টেম্বর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন জালাল আহমেদ চৌধুরী   ওই সময় কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি গত শুক্রবার শ্বাসকষ্ট বাড়লে তাকে আবার হাসপাতালে নেয়া হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয় রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, ফুসফুসের সংক্রমণ বৃদ্ধি, কিডনি হূদযন্ত্রের কার্যকারিতা কমে যাওয়াসহ নানা জটিলতা দেখা দেয়

আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সোয়া ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ী দলের প্রথম দিকের কোচ, মোহামেডান, কলাবাগানসহ বিভিন্ন দলের কোচের দায়িত্ব পালন করেছেন ছিলেন জাতীয় ক্রিকেট দলের কোচও ক্রিকেটার গড়ে তুলতে ভূমিকা রেখেছেন সামনে থেকে ক্রীড়া সাংবাদিকতারও অগ্রসেনানী ছিলেন জালাল আহমেদ চৌধুরী

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন