রাইট শেয়ার ইস্যু করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়াবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্যাংকটি অনুপাত হারে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করা হবে। প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ব্যবসায়িক প্রবৃদ্ধি মূলধন শক্তিশালী করবে। শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ব্যাংকটি আগামী ২৭ অক্টোবর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ইজিএম-সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী অক্টোবর।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে রাইট শেয়ার ইস্যু করতে পারবে ব্যাংকটি। বিএসইসির অনুমোদনের পর আরেকটি রেকর্ড তারিখ ঘোষণা করবে ব্যাংকটি।

এদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড চলতি ২০২১ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। ব্যাংকটির আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। যা আগের বছর একই সময় হয়েছিল ১৬ পয়সা। সে হিসাবে দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে পয়সা বা ৩৭ দশমিক ৫০ পয়সা।

অন্যদিকে চলতি হিসাব বছরের ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৪ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৮২ পয়সা। সে হিসাব ছয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা ২৮ পয়সা বা ৩৪ দশমিক ১৪ শতাংশ কমেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন