ভার্চুয়াল আলোচনায় বক্তারা

লক্ষ্মীপুর সদর হাসপাতালে জনবল সংকট প্রকট

বণিক বার্তা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জনবল সংকটের কারণে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে প্রতিদিন দ্বিগুণেরও বেশি রোগীকে সেবা দিতে হয়। কিন্তু ৫০ শয্যার জনবল দিয়ে হাসপাতালটি পরিচালিত হচ্ছে। লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার এসব তথ্য জানিয়েছেন।

গতকাল সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সেবার মানোন্নয়নের লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) অনলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, লক্ষ্মীপুর সদর হাসপাতাল ১০০ শয্যাবিশিষ্ট হলেও ৫০ শয্যার জনবল দিয়ে হাসপাতালটি পরিচালিত হচ্ছে, যা খুবই চ্যালেঞ্জিং। একাধিকবার লোকবলের চাহিদা দেয়া সত্ত্বেও পর্যাপ্ত লোকবল না পাওয়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি বলেন, হাসপাতালের বিভিন্ন জায়গায় সরাসরি অভিযোগ জানানোর জন্য সিভিল সার্জনের মোবাইল নম্বর দেয়া হয়েছে। সেখানে লোকজন অভিযোগ জানালে যেকোনো বিষয়ে তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।

এদিকে সম্প্রতি হাসপাতালটিতে করোনার নমুনা সংগ্রহের সময় এক ব্যক্তির কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে। বিষয়ে সিভিল সার্জন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, বিভিন্ন সীমবদ্ধতা থাকা সত্ত্বেও করোনা পরিস্থিতির মধ্যে দৈনিক গড়ে ৮০০-১০০০ রোগীকে সেবা দেয়া হচ্ছে। কোনো সেবাপ্রার্থী সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

মতবিনিময় সভায় সনাকের লক্ষ্মীপুর জেলা সভাপতি অধ্যাপক জেডএম ফারুকীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন টিআইবি চট্টগ্রামের ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন, সনাক সদস্য স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহ্বায়ক ডা. মো. সালাহ উদ্দিন শরীফ, সনাক সহসভাপতি পারভীন হালিম, সনাক সদস্য সুলতানা মাসুমা ইয়েস দলনেতা শান্ত চন্দ্র পাল। সঞ্চালনা করেন টিআইবি লক্ষ্মীপুরের এরিয়া কো-অর্ডিনেটর মো. বিল্লাল হোসেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন