বান্দরবানে পাহাড় ধসে ভাইবোনের মৃত্যু মা নিখোঁজ

বণিক বার্তা প্রতিনিধি, বান্দরবান

ভারি বৃষ্টিতে বান্দরবান সদর উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ একই পরিবারে তিনজনের মধ্যে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ভারি বৃষ্টিপাতের সময় উচ্ছেদ হওয়া ছাংগ্যায় মারমাপাড়ার পাশে ত্রিপুরাপাড়ায় ঘটনা ঘটে। গতকাল বিকাল পর্যন্ত নিখোঁজ মা কৃষ্ণাতি ত্রিপুরার (৪০) সন্ধান মেলেনি উদ্ধার হওয়া দুই ভাইবোন হলো বাজেরুং ত্রিপুরা (১২) প্রদীপ ত্রিপুরা ()

স্থানীয়রা জানায়, গত বুধবার সন্ধ্যায় ভারি বৃষ্টিপাতের সময় উপজেলার সদর ইউনিয়নের উচ্ছেদ হওয়া ছাংগ্যায় মারমাপাড়ার পাশে ত্রিপুরাপাড়ায় পাহাড় ধসে মা দুই শিশু সন্তান নিখোঁজ হয়। পাড়ার অনতিদূরের একটি পাহাড়ে জুম চাষের কাজ শেষে তারা চারজন ছাংগ্যায়পাড়ার বাড়িতে ফিরছিলেন। সময় রাংখাতি ত্রিপুরা নামের এক নারীর প্রাণ রক্ষা পায়।

বান্দরবান ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মতিয়ার রহমান বণিক বার্তাকে বলেন, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ছাংগ্যায় ঝিরির মধ্যবর্তী স্থানে বাজেরুং ত্রিপুরা সকাল ১০টার দিকে সাঙ্গু নদের কিনারে ঝিরির মোহনায় পাথরে আটকাবস্থায় প্রদীপ ত্রিপুরার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌছিছ আহমেদ। গতকাল বিকালে বণিক বার্তাকে তিনি বলেন, প্রশাসনের সমন্বয়ে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসসহ জনপ্রতিনিধি স্থানীয়রা পাহাড় ধসে নিখোঁজদের উদ্ধারকাজে সহযোগিতা করেছেন। নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। অন্যজনের উদ্ধার তত্পরতা চলমান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন