সোনালী ব্যাংকের জিএম হিসেবে সুভাষ চন্দ্র দাসের যোগদান

সম্প্রতি সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে যোগদান করেছেন সুভাষ চন্দ্র দাস। এর আগে ২০১৪ সালের ১৪ অক্টোবর তিনি সোনালী ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগদান করেন। বিভিন্ন মেয়াদে তার আন্তরিকতা দূরদর্শিতার মাধ্যমে দেশের ব্যাংকিং সেক্টরে সোনালী ব্যাংকের অবস্থান আরো সুদৃঢ় করতে বিশেষ ভূমিকা পালন করেছেন। ২০০০ সালের ২৪ মে সুভাস চন্দ্র দাস বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৩ সালে স্মাতক (সম্মান) এবং ১৯৯৪ সালে স্মাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। সুভাষ চন্দ্র দাস পরবর্তীতে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যাটস অব বাংলাদেশ থেকে এফসিএ দি আইসিএমএবি থেকে এফসিএমএ ডিগ্রি অর্জন করেন। চাকরি সূত্রে ইংল্যান্ড, জার্মানি, থাইল্যান্ড, কানাডাসহ বিভিন্ন দেশে ব্যাংকিং বিষয়ে সেমিনার প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন