বেমেয়াদি ফান্ড ইস্যু করবে মেঘনা লাইফ

নিজস্ব প্রতিবেদক

২০ কোটি টাকার বেমেয়াদি ফান্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। -সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর ফান্ড গঠন করা হবে। ফান্ডের নাম হবে সন্ধানী এএমএল-মেঘনা লাইফ ইনকাম ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন ফান্ডে উদ্যোক্তাদের অংশ থাকবে কোটি টাকা। বিএসইসিতে -সংক্রান্ত আবেদন জমা দেয়া বিনিয়োগের সময় ধরা হয়েছে আগামী ১৫ অক্টোবর। ফান্ডের আয়ের ৭০ শতাংশ লভ্যাংশ হিসেবে ইউনিটহোল্ডারদের দেবে কোম্পানিটি। ফান্ডের ট্রাস্টি হিসেবে থাকবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কাস্টডিয়ান হিসেবে থাকবে ব্র্যাক ব্যাংক।

এদিকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে মেঘনা লাইফের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ১৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ অক্টোবর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করা হয়েছে। -সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে অক্টোবর।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল মেঘনা লাইফ। ২০১৮ ২০১৭ হিসাব বছরের জন্যও একই হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০০৫ সালে তালিকাভুক্ত মেঘনা লাইফের অনুমোদিত মূলধন ৬০ কোটি পরিশোধিত মূলধন ৩৩ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০ দশমিক ৪১, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ৪৮ সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৪ দশমিক ১১ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল মেঘনা লাইফের শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ১১৭ টাকা ৯০ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন