টানা তিন মাসের মতো কমেছে চীনের ইস্পাত উৎপাদন

বণিক বার্তা ডেস্ক

আবারো কমেছে চীনের অপরিশোধিত ইস্পাত উৎপাদন। আগস্টে ধাতুটির উৎপাদন টানা তৃতীয় মাসের মতো কমে যায়। দেশটির সরকারি এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

চীন বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক দেশ। বর্তমানে দেশটি কার্বন নিঃসরণ হ্রাসের অংশ হিসেবে ইস্পাত উৎপাদনে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ফলে ধারাবাহিকভাবে উৎপাদন কমছে।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) দেয়া তথ্য অনুযায়ী, আগস্টে চীন সব মিলিয়ে কোটি ৩২ লাখ ৪০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। জুলাইয়ের তুলনায় উৎপাদন দশমিক শতাংশ কমেছে। এদিকে গত বছরের আগস্টে চীন কোটি ৪৮ লাখ ৫০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছিল। সে হিসাবেও উৎপাদন লক্ষ্যণীয় মাত্রায় কমেছে। এনবিএস জানায়, গত বছরের মার্চের পর এটিই সর্বনিম্ন উৎপাদন।

এনবিএসের তথ্যের ভিত্তিতে রয়টার্স জানায়, জুলাইয়ে চীন দৈনিক ২৮ লাখ টন করে অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। আগস্টে দৈনিক উৎপাদন কমে ২৬ লাখ ৯০ হাজার টনে নেমে যায়।

এদিকে আগস্টে উৎপাদন কমলেও বছরের প্রথম আট মাসে উৎপাদন নিয়ন্ত্রণে রাখতে পারেনি চীন। জানুয়ারি-আগস্ট পর্যন্ত দেশটির অপরিশোধিত ইস্পাত উৎপাদন ৭৩ কোটি ৩০ লাখ ২০ হাজার টনে পৌঁছায়, যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন