কভিডপূর্ব স্তরকে ছাড়িয়ে গেছে ব্রিটিশ কর্মীর সংখ্যা

বণিক বার্তা ডেস্ক

আগস্টে রেকর্ড সংখ্যক নিয়োগ দিয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠানগুলো। সময়ে দেশটিতে মোট লাখ ৪১ হাজার কর্মী নিয়োগ দেয়া হয়েছে। ফলে প্রতিষ্ঠানগুলোর মোট কর্মীর সংখ্যা প্রাক-কভিড স্তরকেও ছাড়িয়ে গেছে। সম্প্রতি প্রকাশিত যুক্তরাজ্যের সরকারি তথ্যে এমনটা দেখা যায়।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কর্মসংস্থান বৃদ্ধির উচ্চ হার এমন সময় প্রকাশ হলো, যখন ব্রিটিশ সরকার ৩০ সেপ্টেম্বর দেশটির কর্মীদের জন্য সাময়িক ছুটিজনিত প্রণোদনা বন্ধে প্রস্তুতি নিচ্ছে। মহামারী সংক্রমণের চূড়ান্ত সময়গুলোতে ব্রিটিশ সরকারের প্রণোদনা দেশটির মোট কর্মী সংখ্যার এক-তৃতীয়াংশকে আর্থিকভাবে সাহায্য করেছে। আগস্টে সহায়তার ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সাত লাখ কর্মী উপকৃত হয়েছেন।

প্রকাশিত তথ্যের ফলে জুলাইয়ের দুর্বল অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের দৃশ্য দেখতে পাওয়া যায়। জুলাইয়ে ব্রিটেনের অর্থনৈতিক পুনরুদ্ধার অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে। কভিডের অতি সংক্রামক ডেল্টার প্রাদুর্ভাবের ফলে কয়েক লাখ কর্মীকে নিজ বাড়িতে অবস্থান করার নির্দেশনা দেয় সরকারি স্বাস্থ্য অ্যাপ। এসব কর্মী কভিড সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার ফলে তাদের নির্দেশনা দেয় যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য পরিষেবা কর্তৃপক্ষ (এনএইচএস)

কর্মসংস্থান বৃদ্ধির তথ্য প্রকাশ হওয়ার পর ব্রিটিশ সরকারি বন্ডের মূল্যও বাড়তে দেখা গেছে, যা নভেল করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে দুই বছরের সর্বোচ্চ মূল্য স্পর্শ করে। সরকারি বন্ডের মূল্যবৃদ্ধির ফলে ব্যাংক অব ইংল্যান্ডের সুদের হার কবে বাড়তে পারে এমন একটি প্রশ্নও উঠেছে অর্থনীতিবিদদের মাঝে।

আগস্ট পর্যন্ত টানা তিন মাসে ব্রিটিশ ব্যবসায়ীরা লক্ষাধিক শূন্যপদের ঘোষণা দিয়েছে, যা দেশটির জন্য যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ শূন্যপদের ঘোষণা। জুলাই পর্যন্ত টানা তিন মাসে ব্রিটেনের বেকারত্বের হার কিছুটা কমে দশমিক শতাংশে নেমে এসেছে। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস এমন তথ্য জানায়।

অর্থনীতিবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ রুথ গ্রেগরি বলেন, নতুন প্রকাশিত তথ্যের মাধ্যমে আমরা দেখতে পাই শ্রমবাজারের অচলবস্থা দ্রুতগতিতে কমতে শুরু করেছে। একই সঙ্গে উপযুক্ত শ্রমিক সংকটের ফলে বেতন বৃদ্ধির প্রবণতা তৈরি হয়েছে।

জুলাই পর্যন্ত তিন মাসে যুক্তরাজ্যে কর্মী নিয়োগের সংখ্যা লাখ ৮৩ হাজার বেড়ে কোটি ২৪ লাখে পৌঁছেছে।

বিষয়ে ব্রিটিশ অর্থমন্ত্রী রিশি সুনাক বলেন, পরিসংখ্যান প্রমাণ করে যে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আমাদের পরিকল্পনা কাজ করতে শুরু করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন