অবশেষে ৩ ডিসেম্বর আসছে মিশন এক্সট্রিম

ফিচার প্রতিবেদক

ধুন্ধুমার পুলিশি অ্যাকশনের সিনেমা মিশন এক্সট্রিম অবশেষে মুক্তি পেতে চলেছে। করোনা মহামারীর কারণে বেশ কয়েকবার পিছিয়ে যায় সিনেমা মুক্তির তারিখ। দেশে করোনার সংক্রমণ মৃত্যুহার কমে আসার পরিপ্রেক্ষিতে সিনেমাটি আগামী ডিসেম্বর মুক্তি দেয়া হবে। ওইদিন থেকে দর্শক বড় পর্দায় সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

এর আগে দুই দফা মুক্তির কথা জানানো হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় তা পিছিয়ে দেয়া হয়। গত ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও করোনা সংক্রমণ বাড়ায় পরে তা স্থগিত করা হয়। একই কারণে ঈদুল আজহায়ও মুক্তি দেয়া হয়নি। অবস্থায় কিছুটা অনিশ্চয়তায় পড়ে যায় সিনেমাটি।

অবশেষে গতকাল সিনেমাটির অন্যতম পরিচালক, প্রযোজক লেখক সানি সানোয়ার জানিয়েছেন, ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বিগ বাজেটের সিনেমা মিশন এক্সট্রিম। প্রসঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ডিসেম্বর ২০২১: শুভ মুক্তি। আয়োজনটুকু আমার কিন্তু সিনেমাটা সবার। দোয়া সহযোগিতা একান্ত কাম্য। গণমাধ্যমে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতেও তিনি তথ্য জানান। এতে বলা হয়, দেশে করোনা পরিস্থিতির উন্নতি ঘটছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রা এখন অনেকটাই স্বাভাবিক। হলের বড় পর্দায় এখন বিগ বাজেটের সিনেমা মুক্তিই বাকি। মিশন এক্সট্রিমের মাধ্যমেই শুরু হতে যাচ্ছে দর্শকদের হলে ফেরা। সানি আরো জানান, সিনেমাটির প্রথম পর্ব দেশে মুক্তির পাশাপাশি আন্তর্জাতিকভাবে প্রদর্শনীর আয়োজন করা হবে।

সিনেমাটির ব্যাপক প্রচার-প্রচারণার পরিকল্পনা রয়েছে জানিয়ে সানি সানোয়ার বলেন, শিগগিরই প্রকাশ হবে মিশন এক্সট্রিমের ট্রেলার প্রমোশনাল কনটেন্ট।

ঢাকা অ্যাটাকের চিত্রনাট্যকার সানি সানোয়ারের কাহিনী, চিত্রনাট্য সংলাপে মিশন এক্সট্রিমের শুটিং শুরু হয় ২০১৯ সালের ১৯ মার্চে। ঢাকা গাজীপুরের বিভিন্ন লোকেশন ছাড়াও দুবাইয়ে হয়েছে সিনেমাটির দৃশ্যায়ন। 

অ্যাকশননির্ভর সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকা অ্যাটাক তারকা আরিফিন শুভ। এছাড়া আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌশ ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, সুদীপ বিশ্বাস, মাজনুন মিজান, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, লায়লা ইমাম, শামস সুমন।

সিনেমায় অভিনয় করতে গিয়ে নয় মাস প্রস্তুতি নিতে হয়েছে নায়ক আরিফিন শুভকে। বডি ট্রান্সফরমেশন করে সিক্স প্যাক বানানো, কঠিন অনুশীলনে পায়ের লিগামেন্ট পর্যন্ত সরে যাওয়া এবং টিস্যু ছিঁড়ে যাওয়ার মতো ঝুঁকি নিতে হয়েছে তাকে।

সিনেমা মুক্তির তারিখ ঘোষণার পর সব কষ্ট ভুলে উচ্ছ্বসিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নায়ক। সাংবাদিকদের তিনি জানান, করোনার অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে এটিই সবচেয়ে আনন্দের। সিনেমাটি দর্শকদের পছন্দ হলে পরিশ্রম সার্থক হবে। কুল নিবেদিত সিনেমাটির সহযোগী প্রযোজনায় রয়েছে মাইম মাল্টিমিডিয়া ঢাকা ডিটেকটিভ ক্লাব। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন