টি টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন কোহলি

ক্রীড়া ডেস্ক

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপের পর ক্যাপ্টেন হিসাবে আর দেখা যাবে না বিরাট কোহলিকে

তবে এই ফরমেটে খেলোয়াড় হিসাবে দেখা যাবে তাকে আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি ভারতীয় ক্রিকেট দলের টি টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন

টুইটার বার্তায় ভারত অধিনায়ক বলেন, গত / বছর ধরে দলের পক্ষে টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টি খেলছেন এরমধ্যে / বছর ধরে টি টোয়েন্টি ফরমেটের অধিনায়ত্বের দায়িত্ব সামলাচ্ছেন অবস্থায় ওয়ানডে এবং টেস্টে অধিনায়ত্বের জন্য বাড়তি সময় দেয়া দরকার টি টোয়েন্টির অধিনায়ক হিসাবে সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছি এখন থেকে শুধু খেলোয়াড় হিসাবে টি টোয়েন্টি দলে অংশ নিতে চাই

টি টোয়েন্টি ফরমেটের অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে দলের সিনিয়র খেলোয়াড়, বিশেষ করে রোহিত শর্মাকোচ রবি শাস্ত্রী, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে কোহলি জানান, অক্টোবরে দুবাইতে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপই হতে যাচ্ছে অধিনায়ক হিসাবে শেষ খেলা তবে ওয়ানডে টেস্ট ক্যাপ্টেন্সি এবং টি টোয়েন্টি খেলায় তিনি অংশ নেবেন বলে জানানটুইট বার্তায়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন