টাইম ম্যাগাজিন

প্রভাবশালী তালিকায় মমতা, মোদী ও ফিলিস্তিনি ভাই-বোন

বণিক বার্তা অনলাইন

প্রতিবছরের ন্যায় ২০২১ সালেও বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তি তালিকা প্রকাশ করেছে বিখ্যাত টাইম ম্যাগাজিন এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ঠাঁই পেয়েছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় গতকাল বুধবার তালিকা প্রকাশ করে টাইম এরআগে ২০১২ সালেও তালিকায় জায়গা করে নেন মমতা বন্দোপাধ্যায় ২০১১ সালে বামফ্রন্টকে হারিয়ে প্রথমবারের মত পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী হন তিনি

এবারের তালিকায় রয়েছেন আরেক ভারতীয় করোনা মহামারীর সময়ে আদর পুনে ওয়ালা নামটি খুব আলোচনায় উঠে আসে সেরাম ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে করোনা মহামারী ঠেকাতে তিনি অবদান রাখতে পারবেন বলে আশা করে টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ

এছাড়া ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের শেখ জাররাহর জনবসতি উচ্ছেদ নিয়ে সোচ্চার হয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসা দুই ভাইবোন মোহাম্মাদ আল কুর্দ এবং মুনাও আছেন বিশ্বের প্রভাবশালী ১০০ তালিকায় 

তালেবান নেতা আব্দুল গনি বারাদারও রয়েছেন টাইমসের প্রভাবশালী ১০০ জনের তালিকায়।  

টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক এডওয়ার্ড ফেলসেনথাল বলেছেন, সর্বোত্তম ভবিষ্যত গড়তে তালিকায় থাকা ব্যক্তিরা বিশ্বের বিভিন্ন জায়গায় বিশেষ নেতৃত্বদান করছেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন