ঐতিহ্য ধরে রেখে রাজশাহীকে এগিয়ে নিয়ে যাচ্ছি —সিটি মেয়র

বণিক বার্তা প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ঐতিহ্য ধরে রেখে রাজশাহীকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সবার সহযোগিতা পরামর্শে রাজশাহীকে দেশের মধ্যে অন্যতম আধুনিক বাসযোগ্য মহানগরী হিসেবে গড়তে চাই।

গতকাল ঐতিহ্যে রাজশাহী শহর শীর্ষক সেমিনার অংশ নিয়ে মন্তব্য করেন সিটি মেয়র। দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে সেমিনার আয়োজন করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র লিটন।

এসইউবি উপাচার্য অধ্যাপক . মো. আনোয়ারুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . গোলাম সাব্বির সাত্তার। এসইউবির পরিচিতি উপস্থাপন করেন এসইউবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান। স্বাগত বক্তব্য মূল ধারণাপত্র উপস্থাপন করেন এসইউবির স্থাপত্য বিভাগের প্রধান ডা. সাজিদ বিন দোজা। সেমিনারের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেন রাবির ইতিহাস বিভাগের সভাপতি, অধ্যাপক . মো আবুল কাশেম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন