দুদিন পর মৃতের সংখ্যা অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৫১ জনের মৃত্যু হয়েছে। এতে  দুদিন পর মৃত্যুর সংখ্যা আবারো ৫০ ছাড়িয়েছে। গতকাল হাজার ৯০১ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশে কভিড-১৯ পরিস্থিতি নিয়ে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮০৮টি পরীক্ষাগারে ২৮ হাজার ৬১৫টি নমুনা পরীক্ষা করা হয়। পর্যন্ত সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় ৯৩ লাখ ৩২ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছে ২৭ হাজার ৫৮ জন করোনা রোগী। এর আগে গত মঙ্গলবার ৩৫ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয় দুই হাজারের বেশি করোনা রোগী। গতকাল নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে দশমিক ৬৪ শতাংশ, যা আগের দিন দশমিক ৫৪ শতাংশ ছিল।

গতকাল আক্রান্তদের মধ্যে হাজার ৩১৮ জন ঢাকা বিভাগের বাসিন্দা, যা একদিনে আক্রান্তদের ৭০ শতাংশ। আর মারা যাওয়া করোনা পজিটিভ ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ২০ জন ঢাকা বিভাগের বাসিন্দা। সর্বশেষ আরো হাজার ৮৭৩ জন করোনা রোগী সুস্থ হওয়ায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৯০ হাজার ৫৪১। এদিকে গত ৩১ আগস্ট দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা ১৫ লাখ অতিক্রম করে। এর আগে ২৮ জুলাই দেশে একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন রোগী শনাক্ত হয়। আর গত মঙ্গলবার মৃত্যুর সংখ্যা ২৭ হাজার অতিক্রম করে। এর মধ্যে ১০ আগস্ট দুদিনই সর্বোচ্চ ২৬৪ জন করে করোনা রোগীর মৃত্যু হয়। গত মাসের মাঝামাঝি থেকে মৃত্যু শনাক্তের সংখ্যা কিছুটা কমে এসেছে।

জানা যায়, গত মে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ রাজধানী ঢাকায় ভাইরাসটির ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ শনাক্ত হয়। জুলাইয়ে সর্বোচ্চ রোগী শনাক্তের ঘটনা ঘটে। একই সঙ্গে মৃত্যুর সংখ্যায়ও শীর্ষে ছিল জুলাই। মূলত অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দেশে শনাক্ত মৃত্যুর সংখ্যা বেড়েছিল বলে জানিয়েছেন রোগতত্ত্ব ভাইরাস বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয়। এরপর মাত্র দুই মাসের ব্যবধানে শতাধিক দেশে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন