গুগলকে ১৮ কোটি ডলার জরিমানা দক্ষিণ কোরিয়ার

বণিক বার্তা ডেস্ক

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কাস্টমাইজড সংস্করণ ব্লক করা এবং বাজারে নিজেদের একচেটিয়া অবস্থানের অপব্যবহারের কারণে গুগলকে ২০ হাজার ৭০০ কোটি ওন বা ১৭ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়ার তদারককারী সংস্থা। সম্প্রতি কোরিয়া ফেয়ার ট্রেড কমিশন (কেএফটিসি) জানায়, ডিভাইস নির্মাতাদের দেয়া শর্তাবলি গুগলের বাজার আধিপত্য বিস্তারী অবস্থানের হয়রানিতে পরিণত হয়েছে, যা মোবাইল ওএস বাজারের প্রতিযোগিতাকে সীমিত করছে। খবর রয়টার্স।

রায়ের পর পরই গুগল আপিল করার কথা বলেছে। পাশাপাশি জানিয়েছে, রায়টি অ্যান্ড্রয়েডের অন্য প্রোগ্রামের সঙ্গে সামঞ্জস্যের সুবিধার বিষয়টি এড়িয়ে গেছে এবং গ্রাহকের সুবিধা উপভোগ করার বিষয়টি তুলে ধরেনি। দক্ষিণ কোরিয়ার টেলিকমিউনিকেশন বিজনেস অ্যাক্টে নতুন সংশোধনী অ্যান্টি-গুগল আইন আখ্যা পেয়েছে। সংশোধনীটি যেদিন কার্যকর হলো, সেদিনই জরিমানার মুখে পড়ল গুগল।

গতকাল গুগল জানায়, দক্ষিণ কোরিয়ায় তাদের উপস্থিতিতে দেশটি অর্থনৈতিক সুবিধা পেয়েছে ১২ ট্রিলিয়ন ওন বা হাজার ১৬ কোটি ডলার। এক অনলাইন ইভেন্টে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি জানায়, প্লে-স্টোরের মাধ্যমে দক্ষিণ কোরিয়া দশমিক ট্রিলিয়ন ওন সুবিধা পেয়েছে, সার্চ ইঞ্জিন সেবা থেকে পেয়েছে দশমিক ট্রিলিয়ন ওন, গুগল ডকসসহ বিভিন্ন প্রডাক্টিভিটি অ্যাপ থেকে পেয়েছে দশমিক ট্রিলিয়ন ওন।

গুগল আররা জানায়, প্রতি বছর বিভিন্ন কোম্পানিকে ১০ দশমিক ট্রিলিয়ন ওন অর্থনৈতিক সুবিধা দিচ্ছে অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটি। অর্থনৈতিক সুবিধার বিষয়টি গুগল কীভাবে হিসাব করেছে বিষয়টি নিশ্চিত করেনি সার্চ ইঞ্জিন জায়ান্টটি।

এদিকে গুগল নিয়ন্ত্রণাধীন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউবের সিইও সুসান ওজচিসকি জানান, ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার জিডিপিতে দশমিক ট্রিলিয়ন ওন অবদান রেখেছে এবং ৮৬ হাজার ফুলটাইম কর্মসংস্থান সৃষ্টি করেছে।

সংশোধিত আইনটির কারণে গুগলের মতো অ্যাপ স্টোর পরিচালকরা নিজস্ব লেনদেন প্রক্রিয়া ব্যবহার করতে দক্ষিণ কোরিয়ায় সফটওয়্যার ডেভেলপারদের বাধ্য করতে পারবে না। ফলে কার্যতই ডেভেলপারদের কাছ থেকে কমিশন নেয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে গুগলের জন্য। কেএফটিসি বলছে, গুগল ডিভাইস নির্মাতাদের অ্যাপ স্টোর সংশ্লিষ্ট লাইসেন্সের বেলায় মূল চুক্তি স্বাক্ষরের সময় অ্যান্টি ফ্র্যাগমেন্টেশন অ্যাগ্রিমেন্ট (এএফএ) মানতে বাধ্য করিয়ে প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন