ফেসবুক ও টুইটারকে জরিমানা রাশিয়ার

বণিক বার্তা ডেস্ক

নিষিদ্ধ বিষয়বস্তু সরাতে ব্যর্থ হওয়ায় সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটারকে জরিমানা করেছেন রাশিয়ার একটি আদালত। বিশ্বের বড় ইন্টারনেট প্রযুক্তি জায়ান্টদের ওপর নিয়ন্ত্রণ সৃষ্টির অংশ হিসেবে জরিমানা আরোপ করেছে দেশটির সরকার। খবর রয়টার্স।

ট্যাগানস্কির জেলা আদালত জানান, এখন পর্যন্ত ফেসবুক মোট কোটি ১০ লাখ রুবল বা লাখ ৮৭ হাজার ৮৫০ ডলার ক্ষতিপূরণ দিয়েছে। অন্যদিকে টুইটার ৫০ লাখ রুবল জরিমানা দিয়েছে। অন্যদিকে বিখ্যাত মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ৯০ লাখ ডলার জরিমানা দিয়েছে বলেও জানান আদালত। তবে বিষয়ে ফেসবুক টেলিগ্রাম বা টুইটার কর্তৃপক্ষ কোনো মন্তব্য দেয়নি।

ইন্টারনেটে শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরিতে এবং রাশিয়ার ব্যবহারকারীদের তথ্য দেশের অভ্যন্তরে রাখতে বিশ্বের বড় প্রযুক্তি জায়ান্টদের নিজস্ব অফিস স্থাপনে চাপ দিয়ে আসছে মস্কো। সম্প্রতি রাশিয়ায় যেসব প্রতিষ্ঠান ডিজিটাল সেবা দিয়ে আসছিল, তাদের ওপর কর আরোপ করেছে দেশটির সরকার। মূলত নিজস্ব প্রযুক্তি বাজারের বিকাশে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন