‘উন্নয়নশীল অর্থনীতির বড় বাধা ক্রমবর্ধমান পণ্যনির্ভরতা’

বণিক বার্তা ডেস্ক

২০১৮-১৯ সালে বিশ্বজুড়ে ৪ দশমিক ৩৮ ট্রিলিয়ন ডলারের পণ্য রফতানি করা হয় ছবি : এপি

বিশ্বজুড়ে পণ্যের ওপর নির্ভরতা প্রবলভাবে বাড়ছে। এটি প্রায় দুই-তৃতীয়াংশ উন্নয়নশীল দেশের অর্থনীতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। পণ্যবাজারে তীব্র অস্থিতিশীলতাসহ নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে এসব দেশের অর্থনীতিতে। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সম্মেলন (আঙ্কটাড) কর্তৃক সম্প্রতি প্রকাশিত স্টেট অব কমোডিটি ডিপেনডেন্স-২০২১ শীর্ষক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য বলছে, একটি দেশের অর্থনীতি তখনই রফতানিপণ্যনির্ভর বলে বিবেচিত হবে, যখন দেশটির মোট রফতানির ৬০ শতাংশই আসবে পণ্য থেকে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্বজুড়ে এমন নির্ভরতা নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে।

আঙ্কটাড জানায়, ২০০৮-০৯ সালে বিশ্বের ৯৩টি দেশের অর্থনীতি পণ্যনির্ভর ছিল। ২০১৮-১৯ সালে নির্ভরতা বেড়ে ১০১টি দেশে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৮-১৯ সালে বিশ্বজুড়ে দশমিক ৩৮ ট্রিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়। ২০০৮-০৯ সালের তুলনায় রফতানি বৃদ্ধি পায় ২০ শতাংশ।

আঙ্কটাডের পণ্যবাজার বিভাগের প্রধান জেনিভার নাকারাঞ্জিজা বলেন, পণ্যনির্ভরতা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে অনেক বেশি অরক্ষিত করে তুলছে। পণ্যনির্ভরতা বৃদ্ধি পাওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে দেশগুলোর রফতানি অর্থবছরের সার্বিক আয়ের ওপর। পাশাপাশি দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নেও বিরূপ প্রভাব দেখা দিচ্ছে।

আঙ্কটাডের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অর্থনীতিগুলোতে পণ্যনির্ভরতা দীর্ঘস্থায়ী হচ্ছে। ২০০৮-০৯ সালে যেসব দেশের অর্থনীতি পণ্যের ওপর নির্ভরশীল ছিল, ২০১৮-১৯ সালেও সেসব দেশের নির্ভরতা কমেনি। পণ্যনির্ভরতা সবচেয়ে বেশি প্রভাব ফেলছে উন্নয়নশীল দেশগুলোতে। ২০১৮-১৯ সালে পণ্যনির্ভতার দিক থেকে আঙ্কটাডের তালিকায় যেসব দেশের নাম উঠে আসে তাদের মধ্যে ৮৭টি দেশই উন্নয়নশীল।

সংস্থাটি বলছে, ১০১টি পণ্যনির্ভরশীল দেশের মধ্যে ৩৮টি কৃষিপণ্য রফতানি, ৩২টি খনিজ সম্পদ রফতানি ৩১টি দেশ জ্বালানিপণ্য রফতানির ওপর নির্ভরশীল।

আঙ্কটাডের প্রতিবেদন বলছে, আফ্রিকা ওশেনিয়া অঞ্চলের দেশগুলোর অর্থনীতিতে পণ্যনির্ভরতার হার চোখে পড়ার মতো। অঞ্চল দুটির তিন-চতুর্থাংশেরও বেশি দেশের মোট রফতানি আয়ের ৭০ শতাংশেরও বেশি আসে পণ্য রফতানি থেকে। তবে মধ্যপ্রাচ্য পশ্চিম আফ্রিকার দেশগুলো তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে। এসব অঞ্চলে পণ্যনির্ভরতার হার ৯৫ শতাংশ। ২০১৮-১৯ সালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বাদে মধ্যপ্রাচ্য পশ্চিম আফ্রিকার সব দেশই ছিল পণ্যনির্ভর। এদিকে ২০১৮-১৯ সালে দক্ষিণ আমেরিকার ১২টি দেশে পণ্যনির্ভরতার হার ছিল ৬০ শতাংশেরও বেশি। অঞ্চলের তিন-চতুর্থাংশ দেশের মোট রফতানিতে ৮০ শতাংশেরও বেশি হিস্যা রয়েছে পণ্যের। অন্যদিকে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি পণ্যনির্ভর মধ্য এশিয়ার দেশগুলো। ২০১৮-১৯ সালে অঞ্চলে মোট রফতানি আয়ের ৮৫ শতাংশেরও বেশি এসেছে রফতানীকৃত পণ্য থেকে। অঞ্চলটির পাঁচটি দেশই ২০১৮-১৯ সালে পণ্যনির্ভর দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়।

এদিকে উন্নয়নশীল যেসব দেশের অর্থনীতি অতিমাত্রায় পণ্যনির্ভর, সেসব দেশকে পণ্যের ফাঁদ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে আঙ্কটাড। পণ্যনির্ভরতা দেশগুলোর জনগণকে দারিদ্র্য অরক্ষিত অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে দেশগুলোকে তথ্যপ্রযুক্তি সক্ষমতা বৃদ্ধির অনুরোধও জানিয়েছে আঙ্কটাড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন