নিম্নমুখী প্রবণতায় নাইজেরিয়ার জ্বালানি তেল উত্তোলন

বণিক বার্তা ডেস্ক

বাজার চাঙ্গা থাকা সত্ত্বেও নাইজেরিয়ার অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

সর্বশেষ মাসভিত্তিক জ্বালানি তেলের বাজারবিষয়ক প্রতিবেদনে ওপেক জানায়, গত আগস্টে নাইজেরিয়া দৈনিক ১২ লাখ ৩৯ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে। জুলাইয়ে উত্তোলনের পরিমাণ ছিল দৈনিক ১৩ লাখ ২৩ হাজার ব্যারেল। সে হিসাবে উত্তোলন দশমিক ৬৮ শতাংশ কমেছে। ওপেক জানায়, জোটের সদস্য দেশগুলো আগস্টে সব মিলিয়ে দৈনিক কোটি ৬৭ লাখ ৬০ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করেছে।

বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ৭০ ডলারেরও বেশি দামে বিক্রি হচ্ছে। বাজার চাঙ্গা থাকা সত্ত্বেও দুর্বল উত্তোলন সক্ষমতা এবং ভর্তুকির অভাবে সুযোগ নিতে পারছে না নাইজেরিয়া।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন