লাকসামে এলজিইডির ম্যানেজমেন্ট সভা

বণিক বার্তা প্রতিনিধি, কুমিল্লা

লাকসামে এলজিইডির ম্যানেজমেন্ট সভায় অতিথিরা ছবি: নিজস্ব আলোকচিত্রী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লাকসাম উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা প্রকৌশল অফিসের বাস্তবায়নাধীন সব কাজের অগ্রগতি পর্যালোচনা, কাজের গুণগত মান নিশ্চিত ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার তাগিদ দেয়া হয়। গত সোমবার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কারিগরি কর্মকর্তা এবং ঠিকাদারদের উপস্থিতিতে এ ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়।

লাকসাম উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মফিজ উদ্দিন।

সভায় চলমান উন্নয়ন কাজগুলোর অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৗশলী মীর্জা মো. ইফতেখার আলী বলেন, সরকার যথাসময়ে এবং স্বচ্ছতার সঙ্গে সব উন্নয়নকাজের বাস্তবায়ন চায়। তাই মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা ও কাজে নিয়োজিত ঠিকাদারদের এ বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। ধারাবাহিকভাবে জেলার অন্যান্য উপজেলা প্রকৌশল অফিসেও একইভাবে ম্যানেজমেন্ট সভা করা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন