ফেনীতে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, জরিমানা

বণিক বার্তা প্রতিনিধি, ফেনী

ফেনীতে খাদ্যপণ্যে মোড়ক ব্যবহার না করা ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে জমজম বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকালে ফেনী শহরের বারাহীপুরে জমজম কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

ফেনী ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, দীর্ঘদিন ফেনী শহরের আশপাশে গড়ে ওঠা বিভিন্ন বেকারির বিরুদ্ধে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও খাদ্যদ্রব্যে মোড়ক ব্যবহার না করার অভিযোগ রয়েছে। গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বারাহীপুর রিয়াজুদ্দিন সড়কের জমজম বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় উৎপাদিত পণ্যে মোড়ক ব্যবহার না করা ও নোংরা খাদ্য তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন