সানোফিকে কিনতে চুক্তি করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক

ফ্রেঞ্চ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট সানোফির অঙ্গপ্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ লিমিটেডের ৫৪ দশমিক ৬ শতাংশ শেয়ার কেনার চুক্তি (এসপিএ) করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সম্প্রতি সানোফি বাংলাদেশকে অধিগ্রহণে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পাওয়ার পর এই এসপিএ স্বাক্ষর হয়েছে। অধিগ্রহণ প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হওয়ার পর যথাসময়ে জানানো হবে। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিষয়টি বিনিয়োগকারীদের জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

প্রস্তাবিত অধিগ্রহণের মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পোর্টফোলিওতে নতুন পণ্য যোগ করবে, যা কোম্পানিটিকে দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদক হিসেবে অবস্থান করে নিতে সহায়ক হবে।

চুক্তির আওতায় বেক্সিমকো ফার্মা তাদের টঙ্গীর কারখানার কাছে ২৫ একর জায়গাজুড়ে অবস্থিত পিআইসি/এস অনুমোদনযোগ্য একটি সেফালোস্পিরিন অ্যান্টিবায়োটিক তৈরির কারখানাসহ অন্যান্য ওষুধ তৈরির কারখানার মালিকানা পাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন