১৩ বছরের সর্বোচ্চে অ্যালুমিনিয়ামের দাম

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের দাম বেড়ে ১৩ বছরের সর্বোচ্চে উঠে এসেছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ৩ হাজার ডলার স্পর্শ করেছে। ব্যবহারিক ধাতুটির চাহিদা ক্রমে বাড়লেও নানা প্রতিবন্ধকতায় ব্যাহত হচ্ছে সরবরাহ। এ কারণেই ধারাবাহিকভাবে বাড়ছে দাম। খবর আরব নিউজ।

এদিকে পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে সাম্প্রতিক সেনা অভ্যুত্থান বিশ্ববাজারে অ্যালুমিনিয়াম সংকটের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। দেশটি বক্সাইট উত্তোলনে শীর্ষস্থানীয়। অ্যালুমিনিয়াম প্রক্রিয়াজাতের প্রধান উপকরণ এ ধাতু। গোল্ডম্যান স্যাকস জানায়, শুধু গিনিই নয়, বরং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেও সংকট মাথাচাড়া দিয়ে উঠেছে। ব্যয় বৃদ্ধির কারণে এ অঞ্চলের বিগলনকারীরা বিপাকে পড়েছেন।

গিনিতে সেনা অভ্যুত্থানের আগে থেকেই বাড়ছিল অ্যালুমিনিয়ামের দাম। কভিড-১৯ মহামারীর প্রভাব কাটিয়ে বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধারের ফলে জানুয়ারির পর থেকে ব্যবহারিক ধাতুটির দাম ৪০ শতাংশ বেড়েছে।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে সোমবার অধিবেশনের শুরুতে অ্যালুমিনিয়ামের দাম টনপ্রতি ৩ হাজার ডলারে উঠে আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাম কিছুটা কমে টনপ্রতি ২ হাজার ৯৫৩ ডলারে এসে দাঁড়ায়।

জার্মানিভিত্তিক কমার্জ ব্যাংকের বিশ্লেষক ড্যানিয়েল ব্রেইসম্যান জানান, বিশ্বজুড়ে অ্যালুমিনিয়ামের সরবরাহ সংকট তীব্র হচ্ছে। এ কারণেই ধাতুটির দাম ইতিহাসের সর্বোচ্চে উঠে এসেছে।

এদিকে চীনের বাজারেও লক্ষণীয় মাত্রায় অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে। সর্বশেষ কার্যদিবসে ধাতুটির দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে টনপ্রতি ২৩ হাজার ৭৯০ ইউয়ানে পৌঁছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন