ফিলিপাইনে চালের মজুদ রেকর্ড পরিমাণ কমেছে

বণিক বার্তা ডেস্ক

বৈশ্বিক চাল ব্যবহারে ষষ্ঠ ফিলিপাইন। আগস্টে দেশটির চালের মজুদ কমে প্রায় তিন বছরের সর্বনিম্নে নেমে গেছে। ফিলিপাইন স্ট্যাটিস্টিকস অথরিটি (পিএসএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পিএসএর প্রতিবেদনে বলা হয়, আগস্টে দেশজুড়ে চালের মজুদ ১১ দশমিক ৬ শতাংশ কমে ১৫ লাখ ৮৭ হাজার টনে দাঁড়িয়েছে। গত বছরের একই সময় মজুদের পরিমাণ ছিল ১৭ লাখ ৮৬ হাজার টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে মজুদ কমেছে ২ লাখ ৮ হাজার টন।

পিএসএ প্রতিবেদনে আরো জানায়, চলতি বছরের জুলাইয়ের তুলনায় মজুদ কমেছে ২৭ দশমিক ৫ শতাংশ। ওই মাসে মজুদের পরিমাণ ছিল ২১ লাখ ৭৭ হাজার ৬৮০ টন। ২০১৮ সালের সেপ্টেম্বরে ফিলিপাইনে চালের মজুদ সর্বনিম্ন ১১ লাখ ৬৮ টনে নেমেছিল। সে হিসাবে চলতি বছরের আগস্টের মজুদ দ্বিতীয় সর্বনিম্ন। এ নিয়ে টানা চার মাসের মতো কমল চালের মজুদ।

আগস্টে গৃহস্থালিতে মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৫১ হাজার ৭০ টনে। এছাড়া বাণিজ্যিক ও ন্যাশনাল ফুড অথরিটির ওয়্যারহাউজগুলোতে মজুদ করা হয়েছে যথাক্রমে ৬ লাখ ৪৮ হাজার ৪০০ ও ১ লাখ ৭৮ হাজার ৮৪০ টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন