ওটিসি ফেরত চার কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি

খতিয়ে দেখতে ডিএসইকে কমিশনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের জুনে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের চার কোম্পানি মুন্নু ফ্যাব্রিকস লিমিটেড, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডকে স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে ফিরিয়ে আনা হয় মূল মার্কেটে আসার পর থেকেই লাগামহীনভাবে চার শেয়ারের দর বাড়ছে কোম্পানিগুলোর অস্বাভাবিক শেয়ারদর বাড়ার কারণ খতিয়ে দেখতে এবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

বিএসইসি সূত্রে জানা গেছে, মূল মার্কেটে আসার পর থেকেই চার কোম্পানির শেয়ারদর লাগামহীনভাবে বাড়ছে কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনের পরিমাণও বেড়ে গেছে এছাড়া কোম্পানিগুলোর পক্ষ থেকে সময় মূল্যসংবেদনশীল তথ্যও প্রকাশ করা হয়েছে সার্বিকভাবে চার কোম্পানির শেয়ারদর বৃদ্ধি, লেনদেন মূল্যসংবেদনশীল তথ্যের বিষয়গুলো ডিএসইকে খতিয়ে দেখতে বলা হয়েছে

বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, ওটিসি থেকে আসা চার কোম্পানির বিষয়ে ডিএসইকে তদন্ত করে ২০ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ডিএসইর প্রতিবেদন পাওয়ার পর বিষয়ে বিএসইসি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে

প্রসঙ্গগত, বছরের ১৩ জুন ওটিসি থেকে পুনঃতালিকাভুক্তির মাধ্যমে মূল মার্কেটে লেনদেন শুরু হয় চার কোম্পানির

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন