‘যে কেউ হতে পারেন পরবর্তী জেমস বন্ড’

লাশানা রাশিদা লিঞ্চ

জেমস বন্ড সিরিজের ২৫তম সিনেমা নো টাইম টু ডাইয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ব্রিটিশ তারকা লাশানা রাশিদা লিঞ্চকে এমআই সিক্স এজেন্ট হিসেবে নোমি চরিত্রে সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে ড্যানিয়েল ক্রেগের সঙ্গে সিনেমাটি মুক্তির দিন যত এগিয়ে আসছে ততই গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছেকে হতে যাচ্ছেন পরবর্তী জেমস বন্ড পূর্বঘোষণা অনুযায়ী নো টাইম টু ডাই সিনেমা দিয়েই শেষ হতে চলেছে ড্যানিয়েল ক্রেগের জেমস বন্ডগিরি তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কে হবেন তার উত্তরাধিকার? ঘুরেফিরে বন্ড ভক্তদের সামনে আসছে বেশ কয়েকজনের নাম তবে গুজব ছড়িয়েছে, জেমস বন্ডের আইকনিক নাম্বার জিরো জিরো সেভেনের উত্তরাধিকার হতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী লাশানা রাশিদা লিঞ্চ

গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন নো টাইম টু ডাই অভিনেত্রী লাশানা লিঞ্চ পরবর্তী জেমস বন্ডের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার বিষয়টি অস্বীকার করেছেন তিনি ব্রিটেনের অন্যতম প্রাচীন গণমাধ্যম গার্ডিয়ানকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেন, আমি নই, পরবর্তী জেমস বন্ড যে কেউ হতে পারেন যেকোনো নারী অথবা পুরুষ এমনকি যুবক কিংবা বৃদ্ধ যেকোনো বয়সী কেউ হতে পারেন কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ অথবা মিশ্র বংশোদ্ভূত পৃথিবীর যেকোনো জনগোষ্ঠীর কোনো ব্যক্তি

ক্যাপ্টেন মারভেলের তারকা বলেন, আমরা এমন সময়ে দাঁড়িয়েছি, যেখানে ইন্ডাস্ট্রি শুধু দর্শককে দেয় না, তারা কী চায় সেটিও ভাবে আসলে দর্শকের চাওয়ার আলোকেই তাদের দেয়া হয় যদি দুই বছরের কোনো শিশুর অভিনয়ও সবাইকে সিনেমা হলে নিয়ে আসে, তাহলে দুই বছর বয়সী শিশুরই বন্ড হওয়া উচিত নয় কি?

তিনি এমন সময় মন্তব্য করলেন যখন তার পাশাপাশি টম হার্ডি, ইদ্রিস এলবা টম হিডলস্টোনের নাম উচ্চারিত হচ্ছে সম্ভাব্য পরবর্তী বন্ড হিসেবে

নো টাইম টু ডাই সিনেমার নোমি চরিত্র প্রসঙ্গে জানতে চাইলে লিঞ্চ জানান, নির্মাতারা বন্ডের সঙ্গে যায় মানানসই এমন কাউকেই খুঁজেছেন তিনি বলেন, এমন কেউ যে শক্ত হয়ে দাঁড়াতে পারবে, সোচ্চার, অবিচল, অস্ত্র চালনায় সিদ্ধহস্ত এবং আত্মপ্রত্যয়ী

সপ্তাহের শুরুর দিকেই দর্শকরা জেনে গেছে, প্রায় ৩০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত নো টাইম টু ডাই সিনেমা হতে যাচ্ছে বন্ড সিরিজের সবচেয়ে দীর্ঘতম

ক্যারি জোজি ফুকুনাগার পরিচালনায় ড্যানিয়েল ক্রেগ ছাড়াও অভিনয় করেছেন নাওমি হ্যারিস, লাশানা লিঞ্চ, আনা দি আর্মাস, রামি মালেক, লিয়া সেদুও, রেফ ফাইঞ্জ ১৬৩ মিনিটের সিনেমাটি যুক্তরাজ্যের হলে মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর 

 

সূত্র: দ্য গার্ডিয়ান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন