আফগানিস্তান প্রসঙ্গে জাতিসংঘ

মানবিক বিপর্যয় এড়াতে ৬০০ মিলিয়ন ডলার দরকার

বণিক বার্তা অনলাইন

আগে থেকেই অবনতিশীল আফগানিস্তানের অর্থনীতি। এরমধ্যে তালেবানদের ক্ষমতা দখল, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের অচলাবস্থা, বিদেশি সহায়তা স্থগিত হয়ে যাওয়ায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে আফগানিস্তান। জাতিসংঘ বলছে, এই বিপর্যয় ঠেকাতে প্রয়োজন ৬শ মিলিয়ন মার্কিন ডলার। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে আহবান জানিয়েছেন সংস্থাটির প্রধান অ্যান্তোনিও গুতেরেস।

সুইজারল্যান্ডের জেনেভায় আজ সোমবার আফগানিস্তান বিষয়ক এক জরুরি সভায় তিনি বলেন, ৬শ মিলিয়ন ডলারের মধ্যে এক তৃতীয়াংশ দরকার জরুরি খাদ্য সহায়তা খাতে।

বিশ্ব সম্প্রদায় এর আগে দেশটির অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ধসে পড়ার আশঙ্কা করেন।

গুতেরেস বলেন, বর্তমানে দেশটিতে প্রতি তিনজনে একজন খাবার নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন। দারিদ্রের হার ক্রমাগত বাড়ছে এবং সরকারি সেবামূলক কার্যক্রম ধসে পড়েছে। কয়েক দশকের যুদ্ধ, দুর্ভোগ ও অনিশ্চয়তায় তারা বিপদজনক পরিস্থিতির মুখোমুখি। হাজার হাজার লোক ঘরবাড়ি ছাড়া, সেসঙ্গে চার বছরের মধ্যে দ্বিতীয়বারের মত সর্বোচ্চ পরিমাণে অনাবৃষ্টি সংকটে ফেলেছে শস্য উত্পাদনকেও।

এ অবস্থায় ৬০০ মিলিয়ন ডলার জরুরি সহায়তা তাদের ধ্বংসের হাত থেকে রক্ষা এবং জন সাধারণের জীবন বাঁচাতে সহায়ক হবে বলে আশা করেন তিনি। এছাড়া আন্তর্জাতিক সহায়তা কর্মীদের দেশটিতে কাজ করার সুযোগ দিতে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন