দুজনই কিনলেন আড়াই কোটি রুপির মার্সিডিজ মাইবাখ

স্পোর্টস কারের প্রতি বলিউড স্টার অর্জুন কাপুরের দুর্বলতা সবারই জানা কয়েক মাস আগেই নিজের গ্যারেজে ল্যান্ড রোভার ডিফেন্ডার যুক্ত করেছেন তারকা এবার তার গ্যারেজে যুক্ত হলো মার্সিডিজ ব্র্যান্ডের বিলাসবহুল স্পোর্টস কার সম্প্রতি কোটি ৪৩ লাখ রুপির মার্সিডিজ-মাইবাখ জিএলএস ৬০০ মডেলের গাড়ির মালিক হয়েছেন অর্জুন

চলতি বছরের শুরুতে আরেক বলিউড তারকা রণবীর সিংয়ের মেবাকে চড়েন অর্জুন তার পর থেকেই গাড়িটি তার পছন্দ হয়ে যায় অবশেষে এবার নিজেই কিনে ফেললেন গাড়ি

সম্প্রতি অর্জুন কাপুরের একটি ফ্যানবেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার নতুন গাড়ির ছবি ভাইরাল হয় সেখানে অর্জুনকে ট্রাউজার ফুল হাতা টি-শার্ট পরিহিত অবস্থায় নতুন কেনা মার্জিডিজের সামনে দেখা যায়

অর্জুনের নতুন গাড়ির পুরোটাই কাভানসাইট ব্লু শেড এবং  নাম্বার প্লেট ২৯১১ নাম্বার প্লেটের এসব ডিজিট তার বাবা বনি কাপুর বোন আনশোলা কাপুরের জন্মদিন ইঙ্গিত করে বনি কাপুরের জন্মদিন ২৯ ডিসেম্বর এবং আনশোলা কাপুরের ১১ নভেম্বর

বর্তমানে অর্জুন ব্যস্ত রয়েছেন তার ভূত পুলিশ সিনেমার প্রচারণা নিয়ে সিনেমায় প্রথমবারের মতো তিনি সাইফ আলী খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন এতে সহ-অভিনেত্রী হিসেবে রয়েছেন ইয়ামি গৌতম জ্যাকুলিন ফার্নান্দেজ

এদিকে অর্জুন তার গ্যারেজে মার্সিডিজ মাইবাখ তুলতে না তুলতেই গাড়িই কিনলেন বলিউডের আরেক তারকা মিমিখ্যাত কৃতি শ্যাননও এখন কোটি ৪৩ লাখ রুপির মার্সিডিজ-মাইবাখ জিএলএস ৬০০ মডেলের গাড়ির মালিক নতুন গাড়িতে চড়েই সম্প্রতি গেছেন মুম্বাইয়ের সান্তা ক্রুজের ম্যাডক ফিল্মস অফিসে ঘনিষ্ঠরা বলছেন, কৃতি তার সর্বশেষ ছবি মিমির সাফল্য উদযাপন করতেই নিজেকে বিলাসবহুল গাড়িটি উপহার দিয়েছেন

মার্সিডিজ-মাইবাখ জিএলএস ৬০০ গাড়িটিকে বর্তমানে বিশ্বের অন্যতম বিলাসবহুল এসইউভি হিসেবে বিবেচনা করা হয় গাড়িটি লিমিটেড এডিশনের বছরের শুরুতে মডেলটি বাজারে ছাড়া হয় এবং ২০২১ সালে মাত্র ৫০টি গাড়ি কেনা যাবে তার মধ্যেই তিনটি কিনেছেন বলিউডের তিন তারকা

কৃতি শ্যানন কিছুদিন আগে শেষ করেছেন ভেদিয়া ছবির শুটিং এতে তাকে দেখা যাবে বরুণ ধাওয়ানের সঙ্গে অক্ষয় কুমারের সঙ্গে শেষ করেছেন বচ্চন পাণ্ডের কাজ রাজকুমার রাওয়ের সঙ্গে হাম দো হামারে দো ছবিতেও দেখা যাবে তাকে দক্ষিণের তারকা প্রভাসের সঙ্গে আদিপুরুষ ছবিতে কাজ করছেন কৃতি

 

সূত্র: বলিউড হাঙ্গামা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন