সিরিজ জয়ে টাইগারদের লক্ষ্য ৯৩

বণিক বার্তা অনলাইন

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৯২ রানে থেমেছে সফররত নিউজিল্যান্ডের ইনিংস। সিরিজ জয়ে টাইগারদের সামনে লক্ষ্য মাত্র ৯৩ রান। 

আজ বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। তবে, নাসুমের স্পিন তোপে শুরুর দিক থেকেই ধসে যেতে থাকে কিউই ব্যাটিং লাইন আপ। নাসুম ছাড়াও নিজের বোলিং স্পেলে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। দুজনেই চার উইকেট করে নিয়েছেন। 

উল্লেখযোগ্য ব্যাপারে হলো, নাসুম নিজের বোলিং স্পেলে মেইডেন দিয়েছেন দুই ওভার। ১০ রানের বিপরীতে রাচীন রবীন্দ্র, ফিন অ্যালেন, হেনরি নিকোলাস ও কোলিনের উইকেট শিকার করেছেন তিনি। ৩ ওভার তিন বলে মাত্র ১২ রান দিয়ে উইল ইয়ং, টম ব্লান্ডেল, কোল ম্যাককনি ও টিকনারের উইকেট শিকার করেন তিনি। একটি করে উইকেট নিয়েছেন মেহেদি ও সাইফউদ্দিন। 

ব্যাটিংয়ে নেমে কিউইদের মধ্যে সবচেয়ে বেশি রান করেন উইল ইয়ং (৪৬) ও টম লাথাম। 

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে যদিও ৫২ রানের পরাজয় দেখেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন