রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

নির্মাণকাজ যথাসময়ে শেষ করার সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করার সুপারিশ উঠে এসেছে সংসদীয় কমিটির বৈঠক থেকে। একই সঙ্গে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট অন্য প্রকল্পগুলোর কাজও যথাসময়ের মধ্যে শেষ করার সুপারিশ করা হয়। গতকাল অনুষ্ঠিত জাতীয় সংসদের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। রুহুল হকের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মো. হাবিবে মিল্লাত, মো. শফিকুল আজম খান, নিজাম উদ্দিন হাজারী, মো. মোজাফফর হোসেন, মো. আক্তারুজ্জামান, শিরীন আহমেদ, সেলিমা আহ্মাদ এবং হাবিবা রহমান খান। সভাপতির বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বৈঠকে যোগদান করেন।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং রিসার্চ রি-অ্যাক্টর স্থাপনের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন