রোহিঙ্গা সংকট ব্যবস্থাপনা

স্থানীয় সরকারের অংশগ্রহণের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা সংকট ব্যবস্থাপনায় কক্সবাজারের  স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিশেষ করে ইউনিয়ন পরিষদগুলোর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করেছে কক্সবাজারে কর্মরত ৫০টি স্থানীয় জাতীয় এনজিওর নেটওয়ার্ক কক্সবাজার সিএসও এনজিও ফোরাম (সিসিএনএফ) বিশ্ব মানবিকতা দিবস উপলক্ষে গতকাল আয়োজিত এক ওয়েবিনার থেকে আহ্বান জানানো হয়।

স্থানীয়করণ স্থানীয় প্রতিষ্ঠান শীর্ষক  ওয়েবিনারটি সঞ্চালনা করেন সংস্থাটির কো-চেয়ার এবং কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী আরেকজন কো-চেয়ার এবং পালসের নির্বাহী পরিচালক আবু মুর্শেদ চৌধুরী। ওয়েবিনারে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ . তোফায়েল আহমেদ, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আবসার, হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য মরজিনা আক্তার, রাজাপালং ইউনিয়ন পরিষদ সদস্য হেলাল উদ্দিন, ইপসার নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান, জাগো নারী সংস্থার প্রধান নির্বাহী শিউলি শর্মা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশনের মো. মজিবুল হক মনির।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন