ফার্স্টলিড সিকিউরিটিজের নিবন্ধন সনদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

গ্রাহকের পাওনা নিষ্পত্তি না করার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আরোপিত জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থতার কারণে ফার্স্টলিড সিকিউরিটিজ লিমিটেডের স্টক ব্রোকার/স্টক ডিলার নিবন্ধন সনদ স্থগিত করা হয়েছে গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৮৭তম কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় কমিশনের আরোপ করা জরিমানার অর্থ পরিশোধ গ্রাহকের পাওনা নিষ্পত্তি না করার কারণে ফার্স্টলিড সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে কমিশনকে অবহিত করার জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসইসি) নির্দেশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির স্টক ব্রোকার/স্টক ডিলার হিসেবে নিবন্ধন সনদের কার্যকারিতা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে

এছাড়া গতকালের কমিশন সভায় ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের গ্রাহক তারিকুল হাকিম খানের লাখ ২০ হাজার টাকা পাওনাসংক্রান্ত অভিযোগ বিধি অনুসারে আগামী ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করে কমিশনকে অবহিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন