অস্বাভাবিকভাবে বাড়ছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারদর

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক শেয়ারদর লেনদেন বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (এনএইচএফআইএল) শেয়ারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানগুলো

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৭ জুলাই ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের সমাপনী দর ছিল ৪৩ টাকা ৭০ পয়সা এর পর থেকেই শেয়ারটির দর অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে সর্বশেষ গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৬৭ টাকা ১০ পয়সা অন্যদিকে লেনদেন চিত্র বিশ্লেষণে দেখা যায়, গত ২৭ জুলাই কোম্পানিটির মোট লাখ হাজার ৯২০টি শেয়ার লেনদেন হয়েছে ১০ আগস্ট যা ৫১ লাখ হাজার ৮৮৪টি দাঁড়ায় আর সর্বশেষ গতকাল কোম্পানিটির মোট ৫১ লাখ ৫১ হাজার ৬৭৯টি শেয়ার লেনদেন হয়েছে

চলতি ২০২১ হিসাব বছরের প্রথমার্ধে এনএইচএফআইএলের কর-পরবর্তী মুনাফার পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৬০ দশমিক ২৩ শতাংশ চলতি বছরের প্রথমার্ধ শেষে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মুনাফার পরিমাণ দাঁড়ায় ১৪ কোটি ৯৯ লাখ টাকা এক বছর আগে একই সময়ে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মুনাফার পরিমাণ ছিল কোটি ৩৬ লাখ টাকা গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা বৃদ্ধি পেয়েছে ৭২ দশমিক ৩৮ শতাংশ

প্রতিষ্ঠানটি বছরের প্রথমার্ধে প্রতি শেয়ারের বিপরীতে আয় করেছে দশমিক ২৮ টাকা দ্বিতীয় প্রান্তিকে তাদের প্রতি শেয়ারের বিপরীতে আয় হয়েছে দশমিক ৫৬ টাকা গত বছরের একই সময়ে তাদের শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল যথাক্রমে দশমিক ৮০ টাকা দশমিক ৩২ টাকা

চলতি বছরের প্রথমার্ধে এনএইচএফআইএলের মোট পরিচালন আয় দাঁড়ায় ২৮ কোটি ২৯ লাখ টাকা, দ্বিতীয় প্রান্তিকে তাদের পরিচালন আয় দাঁড়ায় ১২ কোটি ৫৮ লাখ টাকা গত বছরের একই সময়ে তাদের পরিচালন আয়ের পরিমাণ ছিল ২৪ কোটি ৩৪ লাখ টাকা ১০ কোটি ৭৪ লাখ টাকা জুনের শেষ দিন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৭ দশমিক ৭০ টাকা গত বছরের একই সময়ে তাদের শেয়ারপ্রতি মোট সম্পদের পরিমাণ ছিল ১৬ দশমিক ৯৭ টাকা ২০২০ ২০১৯ সালের সর্বশেষ দিন অনুযায়ী এনএইচএফআইএল শেয়ারহোল্ডারদের জন্য যথাক্রমে ১৫ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন