সোনালী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন চালু

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লেনদেন আজ চালু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা যায়।

তথ্যমতে, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে ৩১ মার্চ ২০২১ সমাপ্ত প্রথম প্রান্তিকের অন্তর্বর্তীকালীন সোনালী লাইফ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণের জন্য নির্ধারিত রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন বন্ধ ছিল। এরপর পুনরায় কোম্পানিটির লেনদেন আজ চালু হচ্ছে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য এবং শতাংশ ২০২১ হিসাব বছরের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সমাপ্ত হিসাব বছরের চলতি ২০২১ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ।

ঘোষণাকৃত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ আগস্ট দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন