বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন মেসি

ক্রীড়া ডেস্ক

সিনিয়র ফুটবলে ১৭ বছরের ক্যারিয়ারসহ মোট ২০ বছরের বন্ধন ছিন্ন করে বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার রাতে এক ঘোষণায় বার্সেলোনা জানিয়ে দেয়, স্প্যানিশ ক্লাবটির সঙ্গে আর থাকছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। খবর বিবিসি ও এফসি বার্সেলোনা। 

গত মৌসুম শেষেই বার্সার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। তার মানে, ১ জুলাই থেকে তিনি ‘ফ্রি এজেন্ট’ হিসেবে চাইলে যেখানে খুশি সেখানে যেতে পারবেন। যদিও গত মাসেই কোপা আমেরিকার শিরোপা জয় করা মেসির সঙ্গে ‘মৌখিক সমঝোতা’ হয়েছে বলে দাবি করে বার্সেলোনা। তখন কাতালান জায়ান্টরা বলছিল, মেসি ন্যু কাম্পেই থাকবেন এবং বার্সেলোনায় ফিরলে দুই পক্ষের মধ্যে চুক্তি হবে। কিন্তু হঠাৎই বিচ্ছেদের ঘোষণা এল। আজীবনের ক্লাব বার্সায় আর থাকা হচ্ছে না মেসির। 

এই বিচ্ছেদের কারণ নিয়ে বার্সেলোনা বলেছে ‘আর্থিক ও কাঠামোগত প্রতিবন্ধকতা’। মেসির উচ্চ বেতনই এখানে অন্তরায় হিসেবে কাজ করেছে।  

দুই সপ্তাহ আগের দেয়া ঘোষণায় স্প্যানিশ ক্লাবটি বলছিল, মেসি নিজের বেতন অর্ধেক নিয়েই বার্সায় থাকতে রাজি হয়েছেন। যদিও তাকে রাখার কাজটি মসৃণ করতে হলে কিছু খেলোয়াড় বিক্রি করতে হতো বার্সাকে। সম্ভবত এ জায়গাটিতে তাকে রাখার কাজটি কঠিন হয়ে গেছে বার্সার জন্য। 

ক্লাবটি এক ঘোষণায় বলেছে, ক্লাব ও খেলোয়াড়ের ইচ্ছাটা পরিশেষে পূরণ হচ্ছে না বলে উভয় পক্ষই গভীরভাবে দুঃখপ্রকাশ করছে। 

প্রতিবন্ধকতাটা আসলে কী? স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, এখানে প্রতিবন্ধকতা লা লিগা। তারা বার্সার বেতনের বিল কমানোর নির্দেশ দেয় এবং জানিয়ে দেয়, নতুন কোনো খেলোয়াড় সই করানোর আগে এটা বাস্তবায়ন করতেই হবে। মেসিকে নতুনভাবে সই করানোর আগে এটা সম্ভব করার সব চেষ্টাই করেছে বার্সা, যদিও শেষ পর্যন্ত পেরে ওঠেনি কাতালান জায়ান্টরা। 

প্রতিবন্ধকতা নিয়ে কাল বার্সা জানায়, বার্সা এবং লিওর মধ্যে সম্মতি এবং দুই পক্ষের মধ্যে আজ (বৃহস্পতিবার) চুক্তি সাক্ষর করার ইচ্ছা থাকা সত্ত্বেও লা লিগার আরোপ করা নিয়মে আর্থিক ও কাঠামোগত প্রতিবন্ধকতার কারণে দুই পক্ষের সম্মতিকে আনুষ্ঠানিক রূপ দেয়া সম্ভব হচ্ছে না। 

বর্ণাঢ্য ক্যারিয়ারে বার্সার হয়ে দশটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন মেসি। করেছেন ৬৭২ গোল। ব্যালন ডি’অর জিতেছেন ছয়বার। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন