পিক্সেল ফোনের জন্য নিজস্ব প্রসেসর আনছে গুগল

বণিক বার্তা ডেস্ক

পরবর্তী প্রজন্মের পিক্সেল ফোনের জন্য নিজস্ব চিপ ব্যবহার করতে যাচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। খবর রয়টার্স।

দীর্ঘ ১৫ বছর ধরে গুগলের অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য চিপ সরবরাহ করে আসছিল কোয়ালকম। নির্ভরতা থেকে বেরিয়ে আসতেই নিজস্ব চিপ উৎপাদন ব্যবহারের উদ্যোগ গ্রহণ করেছে অ্যালফাবেট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটি।

এক ব্লগপোস্টে গুগল জানায়, টেনসর নামে চিপ বাজারে আনা হবে। পিক্সেল পিক্সেল প্রো ফোনে চিপ ব্যবহার করা হতে পারে। চিপ বাজারে আনা হলে পরবর্তী সময়ে আরো বিস্তারিত জানানো হবে।

গুগল জানায়, পরবর্তী ফোন পিক্সেল ৫এ-তে কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হতে পারে। এদিকে স্মার্টফোনের জন্য বিশ্বের সবচেয়ে বড় ওয়্যারলেস চিপ প্রস্তুতকারী কোম্পানি কোয়ালকমের শেয়ার সামান্য হ্রাস পেয়েছে। এক বিবৃতিতে কোয়ালকমের মুখপাত্র জানান, আমরা স্ন্যাপড্রাগন প্লাটফর্মের ওপর ভিত্তি করে বিদ্যমান এবং ভবিষ্যতের পণ্য উৎপাদনে গুগলের সঙ্গে একত্রে কাজ করে যাব।

গত বছর অ্যাপলও তাদের ম্যাকবুকের জন্য নিজস্ব প্রসেসর ব্যবহার শুরু করে। এর আগে প্রতিষ্ঠানটি ইন্টেলের চিপ ব্যবহার করত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন