কর্ণাটকে ল্যাব স্থাপন স্যামসাংয়ের

বণিক বার্তা ডেস্ক

কর্ণাটকের হুবালিতে অবস্থিত কেএলই টেকনোলজিক্যাল ইউনভার্সিটিতে অত্যাধুনিক ল্যাব স্থাপন করেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), মেশিন লার্নিং (এমএল) ডাটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য স্যামসাং স্টুডেন্ট ইকোসিস্টেম ফর ইঞ্জিনিয়ারড নামক ল্যাব স্থাপন করা হয়েছে। খবর ইটি টেলিকম।

প্রাতিষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়, এসইইডি ল্যাবে কেএলই টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা বেঙ্গালুরুতে অবস্থিত স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সিনিয়র ইঞ্জিনিয়ারদের (এসআরআইবি) সঙ্গে সম্মিলিতভাবে বিভিন্ন গবেষণা উন্নয়ন প্রজেক্টে কাজ করতে পারবেন। বিভাগটি মোবাইল ক্যামেরা টেকনোলজি, স্পিড, টেক্সট রিকগনিশন মেশিন লার্নিংয়ের বিষয়ে কাজ করে।

কেএলই টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির তৃতীয় চতুর্থ বর্ষের বিটেক এমটেকের শিক্ষার্থী পিএইচডি স্কলাররা যৌথ গবেষণা প্রকল্পে অংশ নিতে পারবেন। স্যামসাং এসইইডি ল্যাবে বিভিন্ন লাইটিং সুবিধাসহ ডার্করুম, ইমেজ কোয়ালিটি অ্যানালাইসিস টুলসসহ অন্যান্য সুবিধা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন