অ্যামাজন প্রাইম আনছে লর্ড অব দ্য রিংসের সিরিজ

ফিচার ডেস্ক

লর্ড অব দ্য রিংস সিরিজের প্রথম লুক

অ্যামাজন স্টুডিও আনছে দ্য লর্ড অব দ্য রিংসের সিরিজ। প্রথম সিজনের কাজও শেষ। তবে পর্দায় দেখতে ভক্তদের আরো বছরখানেক সময় অপেক্ষা করতে হবে। সোমবার নিউজিল্যান্ডে প্রথম সিজনের শুটিং শেষ হয়েছে। অ্যামাজন স্টুডিও সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করেছে, ঘোষণা দিয়েছে প্রথম সিজনের মুক্তির তারিখের।

অ্যামাজন প্রাইমে বহুল প্রতীক্ষিত দ্য লর্ড অব দ্য রিংস সিরিজটির প্রথম সিজনের প্রিমিয়ার হবে সামনের বছর সেপ্টেম্বর। প্রতি সপ্তাহে থাকবে নতুন পর্ব।

মহাকাব্যিক কাহিনীর সিরিজটি নির্মিত হচ্ছে জে আর আর টোলকিনের কাল্পনিক মিডল আর্থের দ্বিতীয় যুগ নিয়ে। অবশ্য গল্পের বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি। তবে এটা নিশ্চিত এখানে দেখা যাবে দ্য লর্ড অব দ্য রিংস দ্য হোবিটের হাজার বছর আগের ঘটনা।

অ্যামাজন স্টুডিওর প্রধান জেনিফার সক লিখেছেন, যাত্রাটি শুরু হবে ২০২২ সালের সেপ্টেম্বর। সেদিনই প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হবে আমাদের অরিজিনাল দ্য লর্ড অব দ্য রিংস। মিডল আর্থে আমাদের বৈশ্বিক দর্শকদের এক নতুন মহাকাব্যিক যাত্রায় নিতে পারার উত্তেজনা বলে বোঝানো যাবে না। আমাদের যোগ্য প্রযোজক, শিল্পী, ক্রিয়েটিভ টিম নিউজিল্যান্ডে অক্লান্ত পরিশ্রম করেছেন জীবনের এই অব্যক্ত গল্প পর্দায় হাজির করতে।

দ্য লর্ড অব দ্য রিংস সিরিজের নেতৃত্ব দিচ্ছেন জেডি পাইন প্যাট্রিক ম্যককে। অভিনয় করেছেন সিনথিয়া রবিনসন, রবার্ট অ্যারামায়ো, ওয়েন আর্থার, ম্যাক্সিম ব্যালড্রাই, নাজানিন বোনিয়াডি, ইসমায়েল ক্রুজ, স্যার লেনি হেনরি প্রমুখ।

জেডি পাইন প্যাট্রিক ম্যককে বলেছেন, সিরিজে কাজ করাটা তাদের জন্য আজীবনের এক রোমাঞ্চ হয়ে থাকবে। দর্শকরাও লর্ড অব দ্য রিংসের দুনিয়ার নতুন অভিজ্ঞতা পাবে বলেও মনে করেন তারা।

অ্যামাজন স্টুডিও তার স্ট্রিমিং সার্ভিস প্রাইম ভিডিওর জন্য বিপুল বিনিয়োগ করছে। তারই অংশ দ্য লর্ড অব দ্য রিংস সিরিজ। এর প্রথম সিরিজের কাজ শেষ করতে ব্যয় হয়েছে ৪৬ কোটি মার্কিন ডলার। এখানে একটি তুলনা করলেই ব্যয়ের পরিমাণ সম্পর্কে ধারণা করা যাবে। বিশ্বব্যাপী ঝড় তোলা গেম অব থ্রোনসের ফাইনাল সিজনের প্রতিটি পর্ব নির্মাণে খরচ হয়েছিল দেড় কোটি ডলার এবং সিজনে পর্ব ছিল মাত্র ছয়টি।

 

সূত্র: রোলিং স্টোন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন