বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ

চারদিন ধরে খোলা আকাশের নিচে অসহায় পরিবার

বণিক বার্তা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের ডুডুমারি মাহানপাড়া গ্রামের বাসিন্দা ফরহাদ ফেরদৌস (২৯) পেশায় তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিন বছর ধরে ওই গ্রামে পরিবার নিয়ে পৈত্রিক জমিতে বসবাস করছেন। সম্প্রতি জমিসংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের আল মামুন হাফিজুল ইসলাম দলবল নিয়ে তার বাড়িতে অগ্নিসংযোগ ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। সময় ফরহাদের পরিবারকে নির্যাতনও করা হয়। ঘর পুড়িয়ে দেয়ায় দরিদ্র পরিবারটি চারদিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন কারছে।

ঘটনায় ফরহাদ ফেরদৌস বাদী হয়ে রোববার পঞ্চগড় সদর থানায় আল মামুন হাফিজুল ইসলামসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। তবে পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকেই গ্রেফতার করতে পারেনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফরহাদ ফেরদৌস পৈতৃক সূত্রে পাওয়া এক বিঘা জমি ভোগদখল করে আসছিলেন। ওই জমি নিয়ে আল মামুন হাফিজুলের সঙ্গে ফরহাদের বিবাদ চলছিল। নিয়ে আদালতে মামলাও চলছে। জুলাই আল-মামুন হাফিজুল ইসলামসহ তাদের লোকজন ওই জমি দখল করতে যায়। সময় ফরহাদের মা ফয়জান নেছা স্ত্রী শাহিনা বাধা দিলে অভিযুক্তরা তাদের মারধর করে। ঘটনায় জুলাই পঞ্চগড় সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন ফরহাদ। এরপর অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ১৫ জুলাই আসামিরা জামিনে মুক্তি পেয়ে ১৬ জুলাই মামলা তুলে নিতে ফরহাদকে হুমকি দেয়। পরদিন ফরহাদ জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার আল মামুন, হাফিজুল জমিরুল ইসলাম লোকজন নিয়ে ফরহাদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর লুটপাট করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক মো. কাইয়ুম আলী জানান, মামলাটি তদন্তাধীন। তদন্তে আসামিরা দোষী সাব্যস্ত হলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন