বজ্রপাতে দুই জেলায় ৩ জনের মৃত্যু

বণিক বার্তা ডেস্ক

দুই জেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন চারজন। প্রতিনিধিদের পাঠানো খবর

জয়পুরহাট: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। সময় আহত হয়েছেন আরো চারজন। গতকাল সকালে উপজেলার রতনপুর গ্রামে ঘটনা ঘটে।

নিহতরা হলেন রতনপুর গ্রামের দুলাল হোসেন মোল্লা (৬০) একই গ্রামের মোফাজ্জল হোসেন (৫৪) আহতরা হলেন একই গ্রামের সাব্বির (১৪), এমদাদুল (৩২), খলিল (৩৬) কড়িয়া গ্রামের সিরাজুল ইসলাম (৪৫) আহতরা জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এলাকাবাসী জানায়, নিহত আহতরা সকালে পাঁচবিবি উপজেলার ধরঞ্জীর সালুয়া মাঠে আমন ধান রোপণের কাজ করছিলেন। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালে তারা একটি শ্যালোমেশিন ঘরে আশ্রয় নেন। সময় বজ্রপাত হলে ঘটনাস্থালেই দুলাল মোল্লা মোফাজ্জলের মৃত্যু হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামে বজ্রপাতে আবু সুলতান (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি হরিপুর গ্রামের মৃতু কলিম উদ্দিনের ছেলে। গতকাল বিকালে ঘটনা ঘটে।

সীমান্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের জানান, আবু সুলতান ধানের জমিতে আগাছা পরিষ্কার করছিলেন। সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন