ব্রিটিশ ভ্রমণ নীতিমালা শিথিলে বরিস জনসনকে অনুরোধ

বণিক বার্তা ডেস্ক

ব্রিটিশ প্রধামন্ত্রীকে কোয়ারেন্টিন নীতিমালা শিথিলের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী ঋষি সুনাক ছবি: এপি

আগামী সপ্তাহে বিদেশী পর্যটকদের জন্য যুক্তরাজ্যে ভ্রমণের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা শিথিল করার জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ওপর চাপ বাড়ছে। সময়টি চলতি বছরে গ্রীষ্মের ছুটির সর্বশেষ সপ্তাহ বলে চাপ প্রয়োগ করা হচ্ছে। খবর দ্য গার্ডিয়ান।

ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক ব্যাপারে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে প্রেরিত এক চিঠিতে যুক্তরাজ্যের কোয়ারেন্টিন নীতিমালা শিথিলের আহ্বান জানান।

এর আগে যুক্তরাজ্যের যেসব নাগরিক কভিড টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন এমন পর্যটকরা দেশটির অ্যাম্বার তালিকায় থাকা দেশগুলোতে ভ্রমণের পর কোয়ারেন্টিন পালন করতে হবে না বলে জানায় ব্রিটিশ প্রশাসন। তবে এখনো অনেক পর্যটক কোয়ারেন্টিন নীতিমালা পুনরায় প্রয়োগের শঙ্কায় বিদেশে ছুটি কাটাতে যেতে উৎসাহ পাচ্ছেন না। তবে ফ্রান্সকে এখনো অ্যাম্বার প্লাস ক্যাটাগরিতে রাখা হয়েছে। ফলে ফ্রান্স ভ্রমণ করে আসা নাগরিকরা যুক্তরাজ্যে ফেরত আসার পর তাদের নির্দিষ্ট সময় কোয়ারেন্টিন পালন করতে হবে।

পাশাপাশি কভিড সংক্রমণের উচ্চহারে থাকা দেশগুলো ভ্রমণকারী পর্যটকদের জন্যও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দিতে প্রস্তুত রয়েছে যুক্তরাজ্য। বর্তমানে এসব পর্যটককে যুক্তরাজ্যে পৌঁছানোর পর কঠোরভাবে কোয়ারেন্টিন পালন করতে হয়।

সিদ্ধান্ত গৃহীত হলে যেসব পর্যটক আবুধাবি, বাহরাইন, দোহা, দুবাই ইস্তাম্বুলে গমন করবেন তাদের কোয়ারেন্টিন পালন করতে হবে না। যদিও কাতার, তুরস্ক সংযুক্ত আরব আমিরাতকে লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য।

বরিস জনসনের কাছে প্রেরিত চিঠিতে সুনাক জানান, আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় যুক্তরাজ্যের সীমান্ত নীতিমালা অনেকটাই পিছিয়ে পড়েছে। আমাদের হাতে গ্রীষ্মের ছুটির সময়ে পর্যটন আপ্যায়ন খাতকে রক্ষা করার জন্য খুব কম সময় রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন