মৌসুমী-ওমর সানির দাম্পত্য জীবনের ২৬ বছর

ফিচার প্রতিবেদক

তারকা দম্পতি ওমর সানি-মৌসুমীর ২৬তম বিবাহবার্ষিকী ছিল গতকাল। ১৯৯৫ সালের এই দিনে বিয়ে করেন তারা। বিশেষ এই দিনে সবার কাছে দোয়া চেয়েছেন সানি-মৌসুমী দম্পতি।

করোনার কারণে ২৬তম বিবাহবার্ষিকী উদযাপনে কোনো আনুষ্ঠানিকতা রাখছেন না তারকা দম্পতি। তবে বিশেষ দিনের প্রথম প্রহরে ঘরোয়াভাবে কেক কেটেছেন ওমর সানি-মৌসুমী।

বিবাহবার্ষিকী উপলক্ষে ফেসবুকে ওমর সানি লেখেন, আলহামদুলিল্লাহ ২৬ বছর পার করলাম। আপনাদের দোয়াতে, আল্লাহর হুকুমে, পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, ফিল্ম ক্লাব, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতিচলচ্চিত্রবান্ধব সবাইকে নিয়ে। তার চেয়ে বড় আমাদের ভক্ত, আপনাদের দোয়াতে বাকি জীবন কবর পর্যন্ত যেতে পারি দোয়া করবেন।

মৌসুমীকে নিয়ে সানি বলেন, মৌসুমী একজন পরিপূর্ণ মানুষ। সে যেমন নায়িকা তেমনি স্ত্রী-মা হিসেবেও অসাধারণ। বাবার বাড়ি বা শ্বশুরবাড়ির প্রত্যেক সদস্যের খবর রাখে সে। সবার সুখ-দুঃখের অংশীদার হয়। সমাজসেবক হিসেবেও সে সফল মানুষ। আমার সুখে-দুঃখে পথচলার সঙ্গী, এককথায় মৌসুমীই আমার জীবনের সব।

ওমর সানি-মৌসুমীর সুখের সংসারে রয়েছে দুই সন্তানছেলে ফারদিন মেয়ে ফাইজা। কিছুদিন আগে একমাত্র ছেলে ফারদিনকে বিয়ে দিয়েছেন সানি-মৌসুমী।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া দীলিপ সোম পরিচালিত দোলা ছবির মাধ্যমে জুটি বাঁধেন ওমর সানি মৌসুমী। এরপর তারা উপহার দিতে থাকেন একের পর এক সুপারহিট চলচ্চিত্র। জুটি খুব দ্রুত দর্শকের প্রিয় জুটিতে পরিণত হয়। জুটির উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো আত্ম অহংকার, প্রথম প্রেম, মুক্তির সংগ্রাম, হারানো প্রেম, গরিবের রানী, প্রিয় তুমি, সুখের স্বর্গ, মিথ্যা অহংকার, ঘাত প্রতিঘাত, লজ্জা, কথা দাও সাহেব নামে গোলাম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন