আরো ২৩১ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ১৫ হাজার

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ২৩১ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টা) আরো ১৪ হাজার ৮৪৪ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত সারা দেশের ৬৯১টি পরীক্ষাগারে ৪৯ হাজার ৫২৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্য দিয়ে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৭ লাখ ৯০ হাজার ৪২৩। আর সর্বশেষ আক্রান্তদের নিয়ে দেশে কভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৬৪ হাজার ৩২৮। মারা গেছে ২০ হাজার ৯১৬ জন। নমুনা পরীক্ষা ৩১ হাজারে নেমে আসায় আগের দিন শনিবার শনাক্ত রোগীর সংখ্যাও হাজার ৩৬৯- নেমে এসেছিল। আর মৃত্যু হয়েছিল ২১৮ জনের। গতকাল শনাক্ত মৃত্যু ফের বাড়ল।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৭ শতাংশ, যা আগের দিন ৩০ দশমিক ২৪ শতাংশ ছিল। দেশে পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৪৭ শতাংশ। মৃত্যুর হার দশমিক ৬৫ শতাংশ। সর্বশেষ আরো ১৫ হাজার ৫৪ জন সুস্থ হওয়ায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৯৩ হাজার ২৬৬। গত একদিনে শুধু ঢাকা বিভাগেই হাজার ৩৫৫ জনের মধ্যে নভেল করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি।

গতকাল মারা যাওয়া ২৩১ জনের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা সর্বোচ্চ ৭৭ জন। বাকিদের মধ্যে চট্টগ্রামে ৫৩ জন, রাজশাহীতে ১৩, খুলনায় ৪৪, বরিশালে ছয়, সিলেটে নয়, রংপুরে ১৮ ময়মনসিংহে বিভাগের বাসিন্দা ১১ জন।

ভারতে উত্পত্তি হওয়া ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে গত জুলাইয়ে মহামারীর সবচেয়ে কঠিন সময় পার করেছে বাংলাদেশ। এক মাসেই দেশে মোট লাখ ৩৬ হাজার ২২৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে হাজার ১৮২ জনের। তবে চলতি মাসে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে সতর্ক করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন