কুড়িগ্রামের দাসিয়ারছড়ায় ছিটমহল বিলুপ্তির ৬ বছর পালন

বণিক বার্তা প্রতিনিধি, কুড়িগ্রাম

লকডাউনের কারণে দেশের সর্ববৃহৎ বিলুপ্ত ছিটমহল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ায় সরকারিভাবে কোনো কর্মসূচি না থাকলেও স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যবিধি মেনে ছয় বছর পূর্তি উৎসব পালন করেছে। দিবসটি ঘিরে সমন্বয়পাড়া উচ্চবিদ্যালয় মাঠে শনিবার রাত ১২টা মিনিটে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান মোমবাতি প্রজ্বালন করে অধিবাসীরা। সময় তারা ৬৮টি মোমবাতি ছয়টি মশাল প্রজ্বালন করে দিবসের সূচনা করেন।

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটির সাবেক সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিনিময় সমন্বয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দাসিয়ারছড়া শাখার সাবেক সভাপতি আলতাফ হোসেন, রফিকুল ইসলাম, নুর ইসলাম প্রমুখ।

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, আমরা বিলুপ্ত ছিটমহলবাসী দুই দেশের সরকারের আন্তরিকতায় মুক্তি পেয়েছি। আমরা দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই। এজন্য প্রতি বছর দিনটিকে বিশেষ দিন হিসেবে পালন করব।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশ ভারতের মধ্যে মুজিব-ইন্দিরা স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন করেন বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী। এদিন বাংলাদেশের অভ্যন্তরের ভারতের ১১১টি ছিটমহল এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল দুই দেশের মূল ভূখণ্ডে যুক্ত হয়। দীর্ঘ ৬৮ বছরের বঞ্চনার পর দুই দেশের ১৬২টি ছিটমহলের মানুষ বাংলাদেশ ভারতের নাগরিকত্ব লাভ করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন