আইইউবিতে মহামারীবিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

সম্প্রতি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সেন্টার ফর প্যাডাগজির উদ্যোগে প্যানডেমিক, প্রফেসর অ্যান্ড প্যাডাগজি: মিডসামার পিকুলিয়ার পার্টি শিরোনামে ওয়েবিনার  আয়োজিত হয়।  ওয়েবিনারে সেন্টার ফর প্যাডাগজি (সিএফপি), আইইউবির প্রথম গবেষণালব্ধ পাণ্ডুলিপি প্যানডেমিক ইম্পেক্টস, রিপ্রোগ্রামড প্লাটফর্ম অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রগ্রেস: পেন্ডুলেটিং প্যাডাগজি প্রাথমিক আত্মপ্রকাশ ঘটে। ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্য অধ্যাপক . নিয়াজ আহমেদ খান। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন আইইউবির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক . তৈয়েবুর রহমান। ওয়েবিনারটি সঞ্চালনা করেন গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামের সহকারী অধ্যাপক . শাহনেওয়াজ হোসেইন। শুরুতেই পাণ্ডুলিপিটির সম্পাদক সেন্টার ফর প্যাডাগজির পরিচালক গ্লোবাল স্টাডিজ গভর্ন্যান্স প্রোগ্রামের প্রধান অধ্যাপক . ইমতিয়াজ হুসাইন তার ভূমিকা পর্বটি উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন