৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ওয়ান ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি বন্ড ইস্যু করার মাধ্যমে ৬০০ কোটি টাকা সংগ্রহ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্যাংকটি টিয়ার--এর মূলধন পূরণে বন্ড ইস্যু করবে। বন্ডটি সাত বছর মেয়াদি হবে। বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানির মূলধন বৃদ্ধি এবং লোন পোর্টফোলিও বিনিয়োগে সহায়তা করবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনের পর ব্যাংকটি বন্ড ইস্যু করতে পারবে।

এদিকে চলতি ২০২১ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। আগের বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস হয়েছিল ১৮ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে ব্যাংকটির মুনাফা বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন