প্রাক-কভিড স্তরে জাপানের শিল্পোৎপাদন

বণিক বার্তা ডেস্ক

কভিড-১৯ মহামারীজনিত বিধিনিষেধ সত্ত্বেও ঘুরে দাঁড়িয়েছে জাপানের শিল্পোৎপাদন খাত। জুনে দেশটির শিল্পোৎপাদন আগের মাসের তুলনায় দশমিক শতাংশ বেড়েছে। হার প্রাক-কভিড স্তরকেও ছাড়িয়ে গেছে।

কিয়োদো নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি সেমিকন্ডাক্টর উৎপাদন খাত পুনরুদ্ধার হওয়ায় প্রবৃদ্ধি হয়েছে। সম্প্রতি দেশটির সরকার তথ্য প্রকাশ করেছে।

দেশটির অর্থ, বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের প্রাথমিক এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, জাপানে কারখানা খনন খাতে মৌসুমভিত্তিক উৎপাদন সূচক ৯৯ দশমিক শতাংশে পৌঁছেছে। ২০২০ সালের জানুয়ারিতে এর পরিমাণ ছিল ৯৯ দশমিক শতাংশ। চলতি বছরের এপ্রিলের পর এটি দ্বিতীয় সর্বোচ্চ।

প্রতিবেদনের মাসে জাপানের গাড়ি উৎপাদনসহ অটোমোবাইল শিল্প, স্টিয়ারিং ডিভাইস ইঞ্জিনের উৎপাদন বিগত মাসের তুলনায় ২২ দশমিক শতাংশ বেড়েছে, যা সূচকের সবচেয়ে বড় উত্থানের সৃষ্টি করেছে।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, মে মাসে শিল্প-কারখানার উৎপাদন ১৯ দশমিক শতাংশ কমে গিয়েছিল। এরপর বিশ্বব্যাপী চিপের চলমান ঘাটতির মধ্যেও দেশটির অটোমোবাইল গাড়ি নির্মাতারা তীব্র চাহিদা পূরণে তাদের উৎপাদন কার্যক্রম বাড়িয়েছে।

চিপ উৎপাদনে জড়িত যন্ত্রাংশের উৎপাদন দশমিক শতাংশ বেড়েছে। বৃদ্ধিও সামগ্রিকভাবে সূচকের রেকর্ড তৈরিতে সহায়তা করেছে। মন্ত্রণালয় বাজার মূল্যায়ন অব্যাহত রাখার মাধ্যমে শিল্পোৎপাদন বাড়ছে বলে জানায়।

অন্যদিকে জুনে মোটরযান বাদে পরিবহন সরঞ্জামের উৎপাদন দশমিক শতাংশ কমে গেছে বলে জানা গেছে।

সূচকের তথ্যানুযায়ী, শিল্প খাতের পণ্য চালানের পরিমাণ দশমিক শতাংশ বেড়ে ৯৬ দশমিক শতাংশে দাঁড়িয়েছে, যেখানে ইনভেন্টরি দশমিক শতাংশ হারে বেড়ে ৯৫ দশমিক শতাংশে পৌঁছেছে।

উৎপাদনকারীদের একটি জরিপের তথ্যানুযায়ী, দেশটির মন্ত্রণালয় জুলাইয়ে দশমিক শতাংশ উৎপাদন হ্রাসের পাশাপাশি আগস্টে দশমিক শতাংশ বৃদ্ধির আশা প্রকাশ করেছেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যদিও উত্থান-পতন আছে, তবে আমরা আশাবাদী যে উৎপাদনের  ঊর্ধ্বগতি সামনের বছরগুলোতেও অব্যাহত থাকবে।

আশা প্রকাশের পাশাপাশি তিনি জাপান অন্যান্য দেশে করোনার নতুন ধরনের সংক্রমণের বিস্তার এর ফলে উদ্ভূত ঝুঁকির দিকেও ইংগিত করেছেন। পাশাপাশি কম্পিউটার, স্মার্টফোন গাড়ি উৎপাদনে চলমান চিপ সংকটকেও তুলে ধরেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন