জাপানের অ্যালুমিনিয়ামজাত পণ্য উৎপাদন ঊর্ধ্বমুখী

বণিক বার্তা ডেস্ক

চার বছরের মধ্যে প্রথম বারের মতো বেড়েছে জাপানের অ্যালুমিনিয়ামজাত পণ্যের অর্ধবার্ষিক উৎপাদন। মূলত গাড়ি তৈরি খাতে ধাতুটির ঊর্ধ্বমুখী চাহিদা উৎপাদন বৃদ্ধিতে জ্বালানি জুগিয়েছে। পণ্যবাজার-বিষয়ক তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান আরগাস মিডিয়া এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

জাপান অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের (জিএএ) দেয়া তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটির অ্যালুমিনিয়ামজাত পণ্যের উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়েছে। সময় দেশটি লাখ ৩৮ হাজার ৮৪৪ টনেরও বেশি অ্যালুমিনিয়ামজাত পণ্য উৎপাদন করে। চার বছরে প্রথম বারের মতো এসব পণ্যের জাহাজীকরণও বেড়েছে। জানুয়ারি-জুন পর্যন্ত জাপানের অ্যালুমিনিয়ামজাত পণ্য জাহাজীকরণ ১১ শতাংশ বেড়ে লাখ ৪৭ হাজার ১১৩ টনে পৌঁছেছে।

জিএএ জানায়, জাপানে গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ রোলড অ্যালুমিনিয়াম জাহাজীকরণ হয়েছে। জানুয়ারি-জুন পর্যন্ত লাখ হাজার ৮৪৮ টন রোলড অ্যালুমিনিয়াম জাহাজীকরণ হয়। গত বছরের একই সময়ের তুলনায় পণ্যটির জাহাজীকরণ বেড়েছে ৩৮ শতাংশ। ২০১৯ সালের প্রথম ছয় মাসের জাহাজীকরণের পরিমাণকে ছাড়িয়ে গেছে এটি। ওই সময় জাপানে ৯৮ হাজার ৮৬৫ টন রোলড অ্যালুমিনিয়াম জাহাজীকরণ হয়েছিল। জিএএ জানায়, জাপানে তৈরি নতুন মডেলের গাড়িগুলোতে অ্যালুমিনিয়ামের ব্যবহার বাড়ছে।

জিএএর প্রতিবেদনে বলা হয়, শুধু জুনেই অ্যালুমিনিয়ামজাত পণ্য উৎপাদন হয়েছে লাখ ৬৮ হাজার ১০১ টন। গত বছরের একই মাসের তুলনায় পণ্যটির উৎপাদন ২৫ শতাংশ এবং মে মাসের তুলনায় ৬৫ শতাংশ বেড়েছে। জুনে জাহাজীকরণ হয় লাখ ৭০ হাজার ২২১ টন। গত বছরের তুলনায় জাহাজীকরণ ২৮ শতাংশ এবং মে মাসের তুলনায় ১১ শতাংশ বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন