১০০ মিটার মিডলে রিলের স্বর্ণ অস্ট্রেলিয়ার মেয়েদের

ক্রীড়া ডেস্ক

টোকিওতে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে মেয়েদের ১০০ মিটার মিডলে রিলের স্বর্ণ জিতে নিল অস্ট্রেলিয়া। এ পথে তারা হারিয়ে দেয় যুক্তরাষ্ট্রকে। অস্ট্রেলিয়ার মেয়েরা ৩ মিনিট ৫১.৬০ সেকেন্ড টাইমিং করে স্বর্ণ জয় করেন। হাড্ডহাড্ডি লড়াইয়ে ৩ মিনিট ৫১.৭৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছে যুক্তরাষ্ট্র। ৩ মিনিট ৫২.৬০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে কানাডা।  

অস্ট্রেলিয়া রিলে দলে ছিলেন কেইলি ম্যাককেওন, চেলসি হজ, এমা ম্যাককেওন ও কেট ক্যাম্পবেল। টোকিও অলিম্পিকে এটা অস্ট্রেলিয়ার নবম স্বর্ণপদক, আর সব মিলে ২০তম পদক। ২০টি পদক জিতে সফলতম অলিম্পিক পার করল অস্ট্রেলিয়ানরা। 

১০০ মিটার মিডলে রিলে জয়ের পর চেলসি হজ বলেন, এই মেয়েগুলো সত্যিই অসাধারণ। তারা সবাই কিন্তু ব্যক্তিগত ইভেন্টে পদক জিতেছে। জানতাম আমাকে সর্বোচ্চটা নিংড়ে দিতে হবে এবং আমি সেটাই করেছি। এসব সতীর্থ আর দেশের সমর্থকদের প্রতি আমার ভালোবাসা জানাই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন